আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের বিবাহিত পুরুষরা সাবধান!

সুন্দর পৃথিবীর জন্য শুভ কামনা

বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বড় ঘটনা হলো এবার ইলেকশনে বিএনপির ভরাডুবি আর মহাজোটের বিজয়। ইলেকশনের পর বাংলাদেশ আওয়ামীলীগ কাউন্সিল করলো। কাউন্সিল সরাসরি স¤প্রচার করার জন্য স্পটে লাইভ টিম পাঠাতে গিয়ে দেখি ভেন্যুটি আমার পরিচিত নয়। তাজ্জব ব্যপার ঢাকায় নতুন একটি সম্মেলন কেন্দ্র তৈরী হলো আর আমি কিছুই জানতে পারলাম না! যাইহোক, টিম পাঠাতে হবে, ঠিকানা চিনতে হবে তাই লজ্জার মাথা খেয়ে ডিরেক্টর নিউজ কে ফোন করলাম; ভাই ভেন্যুটা কোথায়? উনি বললেন: চীন মৈত্রী। আমি বললাম: কিন্তু - - এখানে তো - -, তিনি একটু বিরক্ত হয়ে বললেন: চীন মৈত্রীর নাম পরিবর্তন করে এই নাম রাখা হয়েছে।

আমি খুবই লজ্জিত হয়ে বললাম: ও আচ্ছা। গত সপ্তাহে বউ বাচ্চাকে নিয়ে ভাসানী নভো থিয়েটারে গেলাম। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটলাম। ঠেলাঠেলি করে থিয়েটারের ভিতরে প্রবেশ করার পর টিকেটের দিকে চোখ পড়তেই চোখ ছানাবড়। একি? আমাকে তো অন্য নভো থিয়েটারের টিকেট দিয়ে দিয়েছে।

অনেক কষ্টে আবার কাউন্টারে গেলাম। বললাম: ভাই মনে হয় ভুলে আমাকে অন্য টিকেট দিয়ে দিয়েছেন। টিকেটের গায়ে তো অন্য নভো থিয়েটারের নাম লেখা। কাউন্টারে বসা লোকটি বেশ মজা পেলেন, হেসে দিয়ে বললে: ভাই মাল একই নাম পালটাইসে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম।

যদি চীনের পয়সা, চীনের টেকনোলোজী, চীনের কারিগরি সহযোগিতায় করা দু’টি দেশের বন্ধুত্বের প্রতীক একটা স্থাপনার নাম এক রাতেই পরিবর্তন হয়ে যেতে পারে। যদি ভাসানীর মতো একজন লিজেন্ডের নাম একরাতে পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে ঘরে ঘরে একটি বিশেষ নাম পৌঁছে দেয়ার জন্য আমাদের বিয়ের কাবিননামায় থাকা আমাদের (স্বামীর) নামও পরিবর্তন হয়ে যেতে পারে। একদিন সকালে ঘুম থেকে উঠে হয়তো আমরা আতকা জানতে পারবো যে, আমাদের স্ত্রীদের স্বামী আমরা কিন্তু স্বামীর নাম অন্য। অতএব, বাংলাদেশের বিবাহিত পুরুষরা এখনই সাবধানতা অবলম্বন করুন।

বুদ্ধি বের করুন কিভাবে, কোন বুদ্ধিতে স্বামী হিসাবে নিজের নাম রক্ষা করবেন। আর ভাল উপায় পেলে আমাকে জানাতে ভুলবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.