আমাদের কথা খুঁজে নিন

   

রঙধনুরা দল বেঁধেছে,বৃষ্টিকে সাথে নিয়ে তোমায় আমায় ভালোবেসে... (উৎসর্গঃ বন্ধু সাদাত ভাই)

বিদায় - পথের নয়, পথিকের...
অনেক অনেক কদম জড়ানো হাতে ছেলেটি দাড়িয়ে আছে, পড়নে পাঞ্জাবী, প্রচন্ড বৃষ্টি চারপাশে, হাজার হাজার হিরার টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, মাটিতে পড়েই জল হয়ে যাচ্ছে, ভেসে চলেছে, ভালোবাসায় একে অপরকে জড়িয়ে একাকার হয়ে যাচ্ছে! ছেলেটি তখনও হাতে কদম ফুল হাতে বৃষ্টিতে ভিজছে, হলুদ কদম ফুল গুলো বৃষ্টিতে ভিজে মুক্তো জমিয়েছে, মেঘ গুলো আজ একাকার হয়েছে মাটিতে জল হয়ে একাকার হবার জন্য। হয়তো মেঘ হয়ে ওদের মাঝের যতটুকু দুরত্ব, জল হয়ে তার পুরোটাই ঘুঁচিয়ে ফেলবে এই বাসনায়, মাঝের বৃষ্টি টুকু প্রতিক্ষার পথ অতিক্রমন। মেয়েটির পড়নে শাড়ী,খোঁপায় বেলীফুল,হাতে চুড়ি, মুখে হাসি, চোখে না বলা অনেক কথা, অনেক অনেক কথা, মুঠো ভর্তি ভালোবাসা। ওরা মুখোমুখি দাড়িয়ে আছে, কথা জড়িয়ে আছে চোঁখে মুখে, তবু সেটা ফুটে উঠছে না বেঁধে আছে কোথাও আবেশের বাঁধনে। মেয়েটি ওর মুঠোটি খুলে ফেললো, সাথে সাথে ওর হাতের ভালোবাসাটুকু, সরল উচ্ছ্বাসে ছেলেটির হাতের কদম ফুলগুলো থেকে মুক্তোগুলো কুড়াতে লেগে গেল, চারপাশে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে গেল, ওরা অনেক হাসল, অনেক বেশি হাসল... আজ ওরা অনেক দিনের ভালোবাসা একসাথে জড়ো করেছে, একে অপরের মাঝে ছড়িয়ে দেবে আজ ওদের জন্য সেই দিনটি যে দিনে হাতে হাত রেখে একটি জীবন শুরু করা যায়।

যেমনটি মেঘ বৃষ্টির পথ টুকু পাড়ি দিয়ে জলে গিয়ে একাকার হয় তেমন করে দুটি জীবন, ভালোবাসার সিক্ততায় একাকার হয়ে একটি জীবন শুরু করেছে, যেখানে হৃদয় জুড়ে পবিত্রতা ভর করে, যেখানে হাসির সুর আর কান্নার সুর দুই জীবনে এক সাথে সুর তোলে, যেখানে জীবন শুধুই একসুরে, একাকার জীবন। দুরত্ব? আত্মার আবার দুরত্ব কি!! ভালোবাসার সীমাবদ্ধতা কোথায়? বন্ধনে ছিন্নতা কিসে!! জমানো ভালোবাসা গুলো আজ হিরা হয়ে গেছে! হৃদয়ের মেঘ আজ অশ্রু হয়ে গেছে, ওরা আপ্লুত ভেসেছে বৃষ্টির মাঝের হু হু বাতাসে। প্রাপ্তি শুধুই পাওনাতেই কখনো সীমাবদ্ধ নয়। যেখানে প্রাপ্তিতে, কেবল পাওনা অংশটুকু মুখ্য হয় কেবল সেখানে ভালোবাসা হোঁচট খেতে খেতে বিধ্বস্ত, সেখানে ভালোবাসা হৃদয়ের দুয়ারে দুয়ারে কড়া নেড়ে হয়রান হয়ে পথেই ঘুমিয়ে পড়ে, অতঃপর আবার ছুটে বেড়ায় ভিখারীর মতো হৃদয় থেকে হৃদয়ে নিজেকে বিলিয়ে দিতে! ভালোবাসা এজন্যেই হয়তো এতটা আকাংখিত, ভালোবাসার প্রাপ্তিই কেবল বিলিয়ে যাওয়া। ছেলেটি আর মেয়েটি এখনও দাড়িয়ে বৃষ্টিতে ভিজছে, ওরা আজ ঠিক ঠান্ডা বাঁধিয়ে বসবে, ওদের চোখের কথোপকথন আজ রঙ বিলিয়ে এই বৃষ্টিতে রঙধনু আঁকছে, সেই রঙধনুরা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিতে ভিজছে, আনন্দে আপ্লুত হয়ে চারপাশে রঙে ভাসিয়ে দিচ্ছে, ছেলেটি আর মেয়েটি সেটা টেরটিও পায় নি, ওদের মুখে কেবল হাসি! চোখে আর হৃদয়ে ভালোবাসা।

রঙধনু দেখে অনেক অনেক প্রজাপতি এসে হাজির হয়েছে বৃষ্টিতে ভিজবে, ওরাও ইচ্ছেমতো ভিজলো, ছেলেটির কদম ফুলের মুক্তোগুলো কুড়াতে লেগে গেলো, কিন্তু ওদের বিরক্ত করলো না... বৃষ্টিটি এবার তার সুর বদলে ফেললো, মেঘগুলো ওদের মাঝে একটু ফাঁকা করে সুর্য্যটাকেও আলো বিলাতে দিলো, রোদটা এবার বৃষ্টির সাথে খুব ভাব জমিয়ে অনেক আদর মাখিয়ে দিলো, রঙধনু গুলো ওদের মাথার উপর আকাশের পুরোটা জুড়ে ছড়িয়ে পড়লো... হঠাৎ একটি অসম্ভব সুন্দর দুষ্টু নীল-হলদে প্রজাপতি এসে ছেলেটার নাকের উপর বসে পড়লো, ওদের সাথে দুষ্টুমি করতে, ওরা এবার সম্বিত ফিরে পেলো, প্রজাপতিটি মেয়েটার গালও ছুঁয়ে দিলো ওরা চারপাশে তাকিয়ে এতটাই অবাক হলো যে, ছেলেটি কদম ফুলগুলো মেয়েটির হাতের মুঠোয় গুঁজে দিয়ে, নিজেও আর ছাড়লো না। ওরা হাসতে লাগল, ওদের চারপাশের সব কিছু হাসছে! নিরব হাসি, নির্মল হাসি... ভালোবাসাগুলো, ওদের হৃদয়ের বেলকনিতে একে অপরের সাথে ভালোবাসা বিলাতেই ব্যাস্ত, ওরা কেবল ওদের ভালোবাসায় মগ্ন... উৎসর্গঃ বন্ধু, সাদাত ভাই, যার সব কিছুই আমাকে মুগ্ধ করে! কাছে টেনে নেবার এমন ক্ষমতা অনেক কম মানুষের থাকে, আমি ভাগ্যবানদের একজন তাকে বন্ধু হিসেবে পেয়ে। আজ সাদাত ভাই-ভাবীর দ্বিতীয় বিবাহ বার্ষিকী। তারা অনেক ভালো থাকুক...অনেক বেশি ভালো থাকুক।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।