আমাদের কথা খুঁজে নিন

   

অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

যাঁরা জটিল ধাঁধা খোঁজেন, তাঁদের জন্য এটি এখানে একটি অদ্ভুত বয়স সমস্যার ব্যাপার যা তরুণ সমাজকে আনন্দ দেবে এবং পণ্ডিতন্মন্য মূর্খরা বিশেষ পরিসংখ্যান হিসেব দ্বারা একটি নতুন যুক্তি দাঁড় করাবেন। খেয়ালি শিক্ষকটি চাচ্ছেন তাঁর ক্লাসে বয়স্ক ছাত্রদের একত্র করতে এবং প্রতিদিন পুরস্কার দেবেন ছেলে অথবা মেয়েদের যাদের একত্র বয়স সবচেয়ে বেশি প্রমাণিত হবে।

১ম দিন মাত্র ১জন ছেলে ও ১জন মেয়ে ক্লাসে এলো। যেহেতু ছেলেটির বয়স মেয়েটির বয়সের দ্বিগুণ ছিল তাই ছেলেটি পুরস্কারটি পেয়েছিল। তার পরদিন মেয়েটি তার বোনকে স্কুলে নিয়ে এলো। দেখা গেলো মেয়ে দুটোর একত্র বয়স ছেলেটির বয়সের দ্বিগুণ। তাই পুরস্কার মেয়ে দুটো ভাগ করে নিল।

৩য় দিন স্কুল খোলার পর ছেলেটি তার ভাইকে নিয়ে এলো। দেখা গেলো ছেলে দুটোর একত্র বয়স মেয়ে দুজনের একত্র বয়সের দ্বিগুণ। সুতরাং ছেলে দুজন সম্মান পেলো এবং পুরস্কার তারা দুজনে ভাগ করে নিল। ব্যাপারটা নিয়ে জন্‌স এবং ব্রাউন পরিবারের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হতে থাকলো। ৪র্থ দিনে মেয়ে দুটো তাদের বয়স্ক বোনকে সঙ্গে নিয়ে এলো; তাই এখন ৩ মেয়ের একত্র বয়স ২ ছেলের একত্র বয়সের তুল্য।

মেয়েরাই আবার পুরস্কারটি পেলো; কারণ ৩ মেয়ের একত্র বয়স ২ ছেলের একত্র বয়সের দ্বিগুণ ছিল। এইভাবে প্রতিদ্বন্দ্বিতা চললো যতোদিন না ক্লাস ছেলে আর মেয়েতে ভরে গেলো। কিন্তু আমাদের সমস্যা এরই মধ্যে আছে, আর বেশি যাওয়ার প্রয়োজন নেই। প্রশ্ন হলো- আপনারা আমাকে বলুন দেখি ১ম ছেলেটির বয়স কতো? সবার শেষে যে মেয়েটি ক্লাসে যোগ দিয়েছিল তার তখন ২১তম জন্মদিন ছিল। এটা একটা সহজ সুন্দর ধাঁধা, গাণিতিক ধারার পরিবর্তে উদ্ভাবনী দক্ষতার দরকার।

ক্লু লেখকের দেয়া সমাধান অনুযায়ী উত্তর হলো : ১২৭৬ দিন। তবে, আমি তাঁর দেয়া সমাধানের সাথে এখনো একমত হতে পারি নি আমার বুঝবার দুর্বলতা থাকার কারণে। যেমন, ১১ ডিসেম্বর ২০০৯-এ যে শিশুর জন্ম হলো, ১১ ডিসেম্বর ২০১০ দিনটা তার কতোতম জন্মদিন হবে? ১ম, নাকি ২য় জন্মদিন? ওটা ১ম জন্মদিন হলে লেখকের সমাধানই প্রকৃত 'উত্তর'। ২য় জন্মদিন হলে 'উত্তর' অন্য কিছু হবে। এই ক্লু অনুযায়ী আপনারা অঙ্ক কষে দেখতে পারেন।

পরে লেখকের দেয়া পুরো সমাধান তুলে দেব। এই ধাঁধায় অংশগ্রহণকারী অঙ্কপিপাসু সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। (এই ক্লু দেয়া হলো : ১১ ডিসেম্বর ২০০৯, দুপুর ১:১৪-এ) সূত্র : অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা, ধাঁধা নম্বর ২৮ হাসান খুরশীদ রুমি সবগুলো ধাঁধা ও কুইজের লিংক : স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা বাচ্চাদের পাজ্‌ল; বড়রা কতোটুকু পারদর্শী? বুদ্ধিমানদের জন্য ধাঁধা জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ এবার একটা ক্রিকেটিয় কুইজ অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক একটি পাটিগণিতীয় ধাঁধা তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য গোলক ধাঁধা ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ) আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ সবগুলো ধাঁধা ও কুইজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।