আমাদের কথা খুঁজে নিন

   

অঙ্ক



অঙ্কের কথা মনে এলেই একটা কথা ছোট্ট ঘটনার কথা মনে পড়ে।একবার পুরনো ঢাকার এক গলিতে একটা বিশেষ নম্বরের বাড়ি খুঁজতে-খুঁজতে দুটি ছোট্ট ছেলের সাথে দেখা।দেখে মনে হল নিজেদের বাড়ির সামনেই দাড়িঁয়ে আছে ওরা।বড়ছেলেটিকে জিজ্ঞেস করলাম-তোমাদের বাড়ির নম্বরটা কত? -একশ ছিয়াত্তর।-ছেলেটি জবাব দিল। -একশ তিরানব্বই নম্বরটা কোথায় বলো তো? -ঐ যে এদিকে।-ছেলেটি আঙুল দিয়ে দেখিয়ে দেয়। -এখান থেকে ক'টা বাড়ি পরে হতে পারে?-আমি সরল মনেই জানতে চাইলাম । ছোট্ট ছেলেটি এতক্ষন দাঁড়িয়ে ছিল।আমার প্রশ্ন শুনেই বড়ছেলে টির জামা টেনে ধরে বলল-পালিয়ে আয় দাদা;লোকটা অঙ্ক কষতে দিচ্ছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।