আমাদের কথা খুঁজে নিন

   

বিলিয়নার কি ফকির হয়???

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
আমরা অনেকেই জানি এখন খুব টাফ সিটুয়্যেশান যাচ্ছে দুবাই এ এবং এটা খুব বড় ধরনের অথ`নৈতিক সংকট যা দুবাই সরকার খুব লাফালফি করেও সামাল দিতে পারছেনা। দুবাই সরকার বিলিয়ন বিলিয়ন টাকার লোন চেয়েছে ব্যাংক গুলোর কাছে এবং চলতি লোন পরিশোধ করার জন্য ৬ মাস সময়ও চেয়েছে। আর দেশে লাইন ধরে আবারও শ্রমিক ছাটাই হবে বলে ইংগিত পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে কোম্পানী গুলো কোন সুযোগ সুবিধা ছাড়াই দেশে পাঠায় হাজার হাজার শ্রমিক । যেখানে শ্রমিকের আইনগত কোন অধিকার নাই বলতে গেলে বা অধিকার চাওয়ার কোন জায়গাও নেই দেশে কিংবা দুবাইয়ে।

না আছে বাংলাদেশ সরকারের কোন উদ্যোগ, না আছে দুবাই হিউম্যান রাইটসের কোন উদ্যোগ , না আছে দুবাই সরকারের কোন উদ্যোগ। এ দিকে যে মানুষটি লাখ লাখ টাকা খরচ করে , নিজের ভিটা জমি বিক্রি করে বিদেশ পাড়ি দিয়ে আবার লোন কাদে নিয়ে দেশে ফিরে, তার নিজের অস্তিত্ব, ফ্যামিলি, এমন কি দেশের কতটা ক্ষতি কেও কি ভেবে দেখেছে। বলতে পারে অথ`নৈতিক মন্দার কারনে এমন হতে পারে। আমার কথা হলো কোন কোম্পানী তার নিজের কোম্পানী ঠিক রাখার জন্য যদি ব্যাংকের কাছে লোন চাইতে পারে তাহলে শ্রমিকের ঘাটতি পুরুনের জন্য চেষ্টা করলে সমস্যা কোথায়। আপনি কি মনে করেন কোন বিলিয়নার ফকির হবে? অবশ্যই না ।

কিন্তু আমার দেশের যে মেধাবী এবং ভাল দ্ক্ষ শ্রমিকগুলো চাকরী হারিয়ে রাস্তায় বসবে তার কোন বিহিত হবে না। এই জন্যই বাংলাদেশ সরকারের দুবাই সরকারের সাথে এখনই অলোচনার সময়। শ্রমিক চাকরীচ্যুত হলে তাকে তার আইনগত অধিকার অথা`ত চুক্তি অনুযায়ী তার হিসেব বুঝিয়েই দেশে পাঠানোর ব্যবস্থা করা এবং এটা বাধ্যতামূলক করাও আতি জরুরী।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।