আমাদের কথা খুঁজে নিন

   

উয়েফার ২০০৯ সালের সেরা একাদশ জরিপ এবং আমার দৃষ্টিতে সেরা একাদশ ( একটি ফুটবলীয় পুষ্ট)

red dead redemption
ফুটবলের জন্য বেশ ভালো একটা বছর গেল। ইপিএল আবারও ম্যান ইউ জিতল , বার্সেলোনা ক্লাব ফুটবল ইতিহাসে ২য় বারের মত ট্রেবল জিতল( প্রথম বার ম্যান ইউ ১৯৯৯ সালে) । সেরি আ টানা ৪র্থ বারের মত ইন্টার মিলান জিতল। বুন্দেসলিগায় বেশ চমক ছিল। মাঝারি মানের দল ভি এল এফ ভুলসবার্গ তাদের দুই ফরোয়ার্ড গ্রাফিতে, এডিন ডিজেকোর উপর ভর করে বায়ার্ন মিউনিখ কে পিছনে ফেলে জিতে নিয়েছিল বুন্দেসলিগা।

রাশান লিগ এখন অনেক উন্নত । চেম্পিয়ন লিগে রুবিন কাযান, সি এস কে এ মষ্কোর মতন দল গুলোর ভালো অবস্থানই তা প্রমান করে। যাই হোক প্রতি বারের মতন এবারও উয়েফা ২০০৯ সালের ফুটবলের সেরা একাদশ জরিপ শুরু করেছে। এই জরিপে ভোট দেয়ার আগ্রহ অনেক আগে থেকেই ছিল । তাই আজকে খুব উৎসাহ নিয়ে ভোট দিতে বসলাম।

কিন্তু ভোট দেয়ার পর মনে হৈলো আমি কি সেরা একাদশ বানাইসি নাকি বার্সার পুরা টিমের নাম দিয়ে দিসি । কোচ সহ ১২ জনের মধ্যে ৮ জনই যে বার্সার । তিন জন ম্যান ইউ এবং ১ জন লিভারপুলের ( কস কিরে মমিন ) । কিন্তু আমার আর কি ই বা করার ছিল। আমার দৃষ্টিতে সেরা একাদশ গোলকিপার - ভ্যান ডার স্যার ( ইকার ক্যাসিয়াস , ভিক্টর ভালদেজ , জুলিও সিজার, ম্যানুয়েল নিউয়ার) রাইট ব্যাক - পাগলা আলভেজ তথা ড্যানি আলভেজ ( মাইকন, ফিলিপ লাম , জাভিয়ার জানেতি, ডারজিও ষ্মা) সেনট্রাল ডিফেণ্ডার- পুয়োল মামা এবং চাপাবাজ পিকে (নমিনেশনে আরো ছিল নেমিনজা ভিদিচ, জন টেরি , চেলেইনি , রিও ফারদিনাদ, দিমিত্র চিগরিনসকি , থমাস ভারমিউলিন, পার ম্যারতেসেকার এবং লিজেন্ডারি ব্রুনো আলভেজ) লেফট ব্যাক - নিঃসন্দেহে প্যাট্রিস এভরা( এশলি কোল , এরিক আবিদাল) রাইট মিডফিল্ডার - ক্রিস্টিয়ানো রোনালদো এরে না নিলে টিমের গ্ল্যামার কৈমা যাইবো,তাই নিলাম ,আর তো খেলোয়ারই নাই ।

( স্ট্যানকোভিচ, জাসুস নাভাস, মিলোস ক্লাসনিচ, মারেক হামসিক) সেন্ট্রাল মিডফিল্ডার - জাভি হার্নানদেজ- হি কেন সি দ্যা ফিউচার । আর বেশি কিছু বললাম না। ( জাভি আলোন্সো,ইয়াইয়া তুরে, সার্গিও সিমাক এবং ফ্রান্ক লেম্পার্ড ) এটাকিং মিডফিল্ডার - স্টিভেন জেরার্ড ( কাকার ইনজুরি এবং দিয়েগোর উয়েফা কাপ জিততে না পারার কারনে জেরার্ডকেই ভোট দিলাম ) লেফট মিডফিল্ডার - আন্দ্রেজ ইনিয়েস্তাএইটা আরেকটা চিজ । রোনালদো,মেসি ড্রিবল করার সময় আমরা বুঝি যে তার ড্রিবল করছে, কিন্তু ইনিয়েস্তা ড্রিবল করার সময় ইনিয়েস্তাও মনে হয় বুঝে না যে সে ড্রিবল করতেসে । হাহাহাহা ( রিবেরি, আরশাভিন, গিগস আর জার্মান নাম্বার টেন ওযিল কে নিয়ে খুব ভালো একটা নমিনেশন ) ফরোয়ার্ড - লিও মেসি আর ক্যামেরুনের চিতা স্যামুয়েল ইতো ( তালিকায় আরো ছিলেন রুনি , তোরেস, ভিলা, ইব্রাহিমোভিচ, ফরলান , ভুল্সবার্গের দুই ফরোয়ার্ড গ্রাফিতে, এডিন ডিজেকো এবং মার্কাস বার্জ কোচ - নিঃসন্দেহে পেপ গার্ডিওলা এখন ভোট দিতে চাইলে তাড়াতাড়ি দিয়া দেন কেউ টিম বানাইলে আমার মত একটা ষ্কির্নশট মাইরা দিয়েন কমেণ্টে
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।