আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাতে ভালবাসার চাইতে ভাল বাসা (ব্যাচেলরদের জন্য) পাওয়া বেশি কষ্টকর !!!

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
গত ২/৩ দিন যাবৎ নতুন বাসার খোজ করে যে অভিজ্ঞতা হল । গত মাসে আমাদের খাটাশ বাড়ীওয়ালা শুধুমাত্র ব্যাচেলর থাকার দরুণ বাসা ছাড়ার নোটিশ দিয়েছিল। সেটা নিয়ে আগের এই পোষ্টে একটা আবেদন জানিয়েছিলাম। তো কি আর করা বের হলাম নয় ঠিকানার সন্ধানে...... চেষ্টা করতে থাকলাম মালিবাগ মোড়ের আশেপাশে কোন বাসা নেওয়ার। তাই ওখানকার মোড়ের পাশের গলির মুখেই দেখি বেশ কিছু লোকজন দাড়িয়ে সামনের দেয়ালে কি যেন দেখছে, আবার অনেকে সেই দেয়ালের দিকে তাকিয়ে ফোনে কথা বলছে। কাছে গিয়ে দেখলাম.... আমি যেই জিনিসের খোজে এসেছি.. ওনারাও একই জিনিসের খোজে এসেছেন !! দেয়ালের দিকে তাঁকিয়ে আমি হতবাক !!! পুরো দেয়ালকে যেন একটা গুরুত্বপূর্ণ নোটিশ বোর্ড বানিয়ে ফেলা হয়েছে !!! শত শত বাড়ী ভাড়া বিজ্ঞাপনের লিফলেট। এর মধ্যে আছে সাবলেট, ব্যাচেলর, মেস মেম্বার এবং সবকিছু ছাড়িয়ে গিয়েছে ছোট পরিবার / শুধু স্বামী-স্ত্রী। ব্যাচেলরদের জন্য যা আছে তা খুবই নগন্য। অত্রএব আমি এখনও বাসা খুজছি !!! বাসা খুজতে গিয়ে এক মজার কান্ড হয়েছিল সেটা পরের পোস্টে দিব.... এখন যাই.... (বাসা খুজতে)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.