আমাদের কথা খুঁজে নিন

   

আজ দ্বিতীয় দিন।

শেষ বারের মতো সতর্ক করছি...

সহজ কথায়। কাজ নাই তাই ব্লগ করি। নেটে খুজার মতো তেমন সাইট পাই না। যা পাই তা্র আঙরেজি কি করি বলেন। দেখলাম বাঙলা ব্লগ নামে একজন ব্লগ করে।

দেখে অনুপ্রানিত হই লাম। অনেক দিনতো বাইরে থেকে ঘুরাঘুরি করলাম। এইবার ভিতরে হান্দাইয়া দেহি। কিন্তু দুইদনি ধরে কোথায় লিখছি বলতে পারছি না। লেখা শেষ হলেই দিখি লেখাগুলো কোথায় হারাইয়া গেছে।

কি হইতেছে বুঝতে পারছি না। আমার কাছে ব্যাপারটা সহজ না। আমি লিখি অথচ লেখা পাই না। অাবার কিভাবে খুজে পাোয়া যাবে তাো বলতে পারছি না। সবার মতো লেকা ////



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।