আমাদের কথা খুঁজে নিন

   

সৃজনী / -ফজলে রাব্বী

লক্ষ্যহীন এক মানুষের পথচলা অবলোকনের আশায় আমায় দেখ। তবে সাবধান, অনুকরণ করোনা যেন! নিজস্ব গতি নদীকে কখনো পথ দেখায় না, নিজস্ব গতিতেই সে তার নিজের পথ করে নেয়। শুভ কামনা রইল সবার প্রতি!

সৃজনী েমার অবণী পরে স্নিগ্ধ চঁাদের হাসি-- জনমবধি যেন নিরবধি রচেছি স্বপনরাশি; নীরবে সে আসি, নিরদেতে ভাসি, কবে- "ওগো ভালবািস"!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।