আমাদের কথা খুঁজে নিন

   

কুরবানী ২০০৯

চলো আবার সবুজ গড়ি

সুখের মহা সমুদ্রের খোঁজে গভীর প্রসন্ন পথে হাভাতের মত অপলক অপেক্ষায় আসে ঈদ এই তৃতীয় বিশ্বের অনুকরন প্রিয় মানুষের দোরগোড়ায়, জ্বলন্ত মধ্যপ্রাচ্যের আগ্নেয়গিরীতে জ্বলন্ত আঙ্গারে ছলছল শিশুর অশ্রুতে। আর বহুজাত কালচারের ছুটিহীন ব্যাস্ত দিনের ইউরোপে। আর বহু ষড়যন্ত্রের বাধ্যভুমি আফ্রিকার কালো সরল মানুষের অন্ধকার চক্ষু কোঠরে। বুকের ভেতোর থেকে কোনো মহা বিসুভিয়াস কান্না জমায়ে আমাকে ঠেলে নিয়ে যায় বহুদুর আনুষ্ঠানিক এই সব আনন্দ ফুর্তি থেকে... আমি ঈদ করিনা... করি উপহাস... অসহায় দারীদ্রের সাথে উপহাস ... কার মুখের গোসতে আমার দাঁত? মহা সমারোহে হাজারো পশুর নির্ভিক বিচরন এই শশ্য ক্ষেতে জবাই করি... অবলা...। আর বুকের ঘরে বেঁচে থাকে সেই পশু, যে দাঁপিয়ে বেড়ায় বিশ্বময়... দুয়ারে দুয়ারে ঘুড়তে থাকা সেই সব কাতর চোখের চাহনি যারা এক টুকরো ঠ্যেং নিতে চটের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে... মা বাড়িতে হাড়ি নিয়ে বসে... খোকা ফিরবে সাথে স্বপ্ন মেশানো এক টুকরো ফেলে দেয়া গোসত কিবা তেল, চর্বি, কিবা লেজ... অথবা হাড়...। পুরোনো কালো ক্ষয়ে যাওয়া কড়াই চুলোয় সেই জ্বলন্ত ঈদ... সবে মিলে চেটে পুটে অতৃপ্ত। অবশেষে রক্তের রঙ শুঁকিয়ে কালো... এইতো আমাদের কুরবানি...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.