আমাদের কথা খুঁজে নিন

   

ব্যস্ততা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ব্যস্ততা আজকে আমার মনটা ভালো একটু কোথাও বাইরে চলো হাঁটবো নাহয় নদীর ধারে বসবো নাহয় লেকের পাড়ে। একঘেয়ে এই জীবনটাকে একটু নাহয় বদলে দিলাম ভাললাগার একটু আবেশ দুহাতে নয় কুড়িয়ে নিলাম। শীত শীত ভাব এইতো বেশ হিমেল হাওয়ার আহ্লাদী রেশ মাখবো নাহয় গায়ে দুজন কাটাবো সময় ইচ্ছেমতন। আজকে নাহয় রাতের খাবার খেয়ে নেবো বাইরে কোথাও ব্যস্ততা আজ গুটিয়ে নেবো একটু যদি সময় দাও। এই শহরের ব্যস্ত জীবন আর কখনো শেষ হবেনা চার দেয়ালের একটি ছাদ ঘরের মতো আর রবেনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।