আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলংকার বাস্তুচ্যুত মানুষদের জন্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পদক্ষেপ গ্রহণ



১৬ নভেম্বর ২০০৯ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মী ও সমর্থকরা শ্রীলংকার সরকারি বন্দীশিবিরগুলোতে হাজার হাজার বাস্তুচ্যুত শ্রীলংকান নাগরিককে বিনা বিচারে আটকে রাখার বিয়ষটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আগামী সোমবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মী ও সমর্থকরা শ্রীলংকার সরকারি বন্দীশিবিরগুলোতে হাজার হাজার বাস্তুচ্যুত শ্রীলংকান নাগরিককে বিনা বিচারে আটকে রাখার বিয়ষটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আগামী সোমবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে। সপ্তাহব্যাপী এই কর্মসূচির নাম দেয়া হয়েছে আনলক দি ক্যাম্পস ক্যাম্পেইন বা বন্দীশিবিরগুলো খুলে দেয়ার জন্যে প্রচারাভিযান। এই কর্মসূচিতে ১০টিরও বেশি দেশের মানবাধিকার আন্দোলনকারীগণ অংশ নেবেন। কর্মসূচির মধ্যে আছে কানাডাতে ‘সার্কেল অব হোপ’ বা আশার বৃ্ত্ত; নেপালে পথযাত্রা ও স্বাক্ষর সংগ্রহ করা হবে; সুইজারল্যান্ডে কবিতা আবৃত্তি করা; এবং এছাড়াও সপ্তাহব্যাপী এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ফ্রান্স, জার্মানী, মৌরিতাস ও যুক্তরাষ্ট্রে কর্মসূচি পালন করা হবে। চলতি সপ্তাহে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের মানবিক সহায়তা বিষয়ক প্রধান উপদেষ্টা জন হোমস শ্রীলংকার বন্দী শিবিরগুলোতে আটক ব্যক্তিদের অবস্থা পরিদর্শনে শ্রীলংকা সফরে যাচ্ছেন। আেরা পড়ুনঃ শ্রীলংকার বাস্তুচ্যুত মানুষদের জন্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পদক্ষেপ গ্রহণ Crisis widget - Unlock the Camps in Sri Lanka

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.