আমাদের কথা খুঁজে নিন

   

Ubuntu 9.10 এ ns2

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করছেন বা এ বিষয়ে পড়ছেন তারা রেড হ্যাট লিনাক্সে নেটওয়ার্ক সিমুলেটর ব্যবহার করেন।তবে উবুন্টুতেও ns2 (network simulator) ব্যবহার করা যায়।আগের ভার্সনগুলোয় এটা এত সহজসাধ্য ছিল না, কিন্তু কারমিক কোয়ালা (Ubuntu 9.10) বিষয়টা সহজ করে দিয়েছে।আসুন দেখি কিভাবে সেটআপ করব। 1.প্রথমে টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডটি দিন - sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys B3F3334F 2.এবার নিম্নোক্ত ppa repository গুলো source list এ যোগ করুন । deb http://ppa.launchpad.net/wouterh/ppa/ubuntu karmic main deb-src http://ppa.launchpad.net/wouterh/ppa/ubuntu karmic main repository reload করুন অথবা কমান্ডের মাধ্যমে আপডেট করুন sudo apt-get update 3.আপডেট শেষ হলে নিচের কমান্ডটি প্রয়োগ করুন ns2 install করার জন্য sudo apt-get install ns nam xgraph 4.আপনার কাজ শেষ, এবার ns লিখলে যদি % দেখা যায় তবে আপনি সফল হয়েছেন। exit লিখে টার্মিনাল থেকে বেরিয়ে আসুন। 5.আপনি এবার *.tcl file run করে দেখতে পারেন। এভাবে উবুন্টু কারমিকে ns2 setup করা যায়।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।