আমাদের কথা খুঁজে নিন

   

Man Go (মানুষ যায়) কিভাবে ‘আম’ হলো??

লড়াই করে জিততে চাই

ইংরেজি ম্যাঙ্গো (Mango)শব্দের অর্থ আম। সুস্বাদু আম ভারতীয় উপমহাদেশের ফল। তাই ইংরেজরা ভারতর্ষ শাসনপূর্ব সময়ে আমের কোন ইংরেজী শব্দ ছিল না। আমার যুক্তিবিজ্ঞানের গোপাল হীরা স্যার বলতেন কিভাবে আমের ইংরেজি শব্দ ম্যাঙ্গো হলো। ইংরেজরা যখন কলকাতায় বসবাস শুরু করলো, শুরুতেই আম ফল হিসাবে ইংরেজদের মন জয় করে নেয়।

ইংরেজ ছেলে-মেয়েরাও আম খুবই পছন্দ করতো তখন। আমের কোন ইংরেজি শব্দ তখনও তৈরী হয়নি। তাই ঝাঁকা মাথায় আম ওয়ালা যখন আম... আম.... বলতে বলতে ইংরেজ এলাকা দিয়ে যেতো তখন অনেক ইংরেজ ছেলেমেয়েরা মায়ের কাছে আবদার করতো আম খাবার। কিন্তু যেহেতু আমের কোন ইংরেজি শব্দ ছিলো না তাই তারা ঝাঁকা মাথায় আমওয়ালাকে দেখিয়ে বলতো, ম্যান গো (Man Go অর্থাত মানুষ যায়) I want to eat that (আমি ওটা খেতে চাই)! আস্তে আস্তে এটার প্রচলন হয়ে গেলো। ইংরেজ পাড়ায় ঝাঁকা মাথায় আমওয়ালা মানে ম্যান গো।

পরে ম্যান এবং গো শব্দদুটো একত্রিত হয়ে আমের ইংরেজি শব্দ তৈরী হলো ম্যাঙ্গো (Mango). বিষয়টা মজার হলেও বিশ্বাসে ঘাটতী দেখা দিতো। তাই একদিন স্যার কে জিজ্ঞাসা করেছিলাম, গল্পটা কতটুকু সত্যি! স্যারের খোলামেলা জবাব ছিলো, সেও জানে না গল্পটা সত্যি কিনা! গল্পটা মজার এবং কিছুটা যুক্তিও আছে তাই সে বলে এটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।