আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা টু চিটাগাং-৩ ( বনানী )

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন ।

ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,,এই বিষয়ে আগের পোষ্ট দেখতে Click This Link বনানী ষ্টেশনে পৌছে ক্যামেরায় এই একটা ক্লিকই করেছিলাম মাত্র । আর ক্লিক করতে সাচ্ছন্দ বোধ করিনি, কারণ ওরা সবাই মুখ ঢাকায় ব্যস্ত হয়ে পড়ল । ওখানে প্রচুর সুন্দরী রমনীরা রেল লাইনের পাশেই অবস্থান করছিল, সহ ব্লগার জে,আলম বলল ওরা রাতের প্রজাপতি । আমি অবাক হয়ে দেখলাম, এমন সুন্দরীরা এমন সব কাজে আসছে কেন ! এই পথে শুধুই হেটে চলা..................... ট্রেন আসে, ট্রেন যায়.............. বিশ্রামের ফাঁকে কিছু খেয়ে নেওয়া.... বাঁকের পড়ে মহাসড়ক........... নজরে এলো আরো এক রেল পথ ভ্রমনকারী, রেল লাইন ধরে সদর্পে এগিয়ে চলছে, ক্যামেরাদিয়ে ছবি উঠানোর সময় আবার মাথা ঘুরিয়ে ভিবিন্নভাবে পোজ ও দিল । জানিনা উনি কতক্ষণ বেঁচে ছিলেন ।

এক সময় পৌছে গেলাম ক্যান্টনমেন্ট ষ্টেশনে । আগামী পর্ব হবে ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর । [img|]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.