আমাদের কথা খুঁজে নিন

   

মাগিন্দানাও গণহত্যা



দুই দিন আগে ২৩শে নভেম্বর সকাল বেলায়, ফিলিপিনের মুসলমান অধ্যুষিত মিন্দানাও অঞ্চলে মাগিন্দানাও প্রদেশে ঘটে গেছে পৃথিবীর সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি। আজকে বিকাল পর্যন্ত ৫৩টি লাশ উদ্ধার হয়েছে (তথ্যসুত্র: আলজাজিরা)। নিহতদের অপরাধ - আগামী ২০১০ সালের গভর্নর নির্বাচনে আন্দাল আম্পাতুয়ান (যে কিনা বর্তমান গভর্নর দাতু আন্দাল আম্পাতুয়ান-এর ছেলে) সমর্থন না দিয়ে এসমাইল মাঙ্গুদাদাতুকে সমর্থন দেয়া। নিহতদের মধ্যে রয়েছে - এসমাইল মাঙ্গুদাদাতুর স্ত্রী, দুই বোন, আইনজীবী, নির্বাচনের সহযোগীবৃন্দ এবং ১২জন সাংবাদিক (National Union of Journalists in the Philippines এর মতে প্রকৃত সংখ্যা ২০)। ইতিহাসে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার এটাই সবচেয়ে ভয়াবহ ঘটনা। দাতু আন্দাল আম্পাতুয়ান বর্তমান ফিলিপিনো সরকার গ্লোরিয়া মাকাপাগাল-আরায়ো-র সমর্থানকারীদের একজন। আপাতত মাগিন্দানাও প্রদেশে জরুরী অবস্থা জারী করা হয়েছে। এবং অনেকেই আশংকা করছেন যে আগামী ২০১০ সালের গভর্নর নির্বাচন বাতিল করা হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.