আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা



আর মাত্র তিনদিন। তারপরই ঈদুল আজহা। বরাবরের মত এবারও আব্বা আম্মার সাথে ঈদ করার জন্য গ্রামে যাচ্ছি। একেকজন একেক জায়গায় থাকা ভাইবোনেরাও একত্র হচ্ছি। অনেক ছোট থাকতে একবার শুধু বড় বোনের বাড়িতে ঈদ করা ছাড়া বাকি সব ঈদই আব্বা-আম্মার সাথে করেছি।

এখন তো আব্বা-আম্মাকে ছাড়া ঈদ করার কথা কল্পনাই করতে পারিনা। সপ্তাহখানেক সময় গ্রামের শান্ত, যানজটহীন, নিরুপদ্রব পরিবেশে কাটাতে পারব- ভাবতেই ভাল লাগছে। হলের মেসের খাবারের বদলে মা আর ভাবীর হাতের রান্না হরেক রকম খাবার, ফজরের নামাযের সময় আব্বার ডাকাডাকি, ভাতিজা-ভাতিজী, ভাগ্নে-ভাগ্নিগুলোর সাথে ধুমধাম মারামারি, বোনগুলোর সাথে তর্কাতর্কি, আর সম্পূর্ণ ভিন্ন চরিত্রের খেটে খাওয়া বাল্যবন্ধগুলোর সাথে ক্রিকেট খেলা, যখন তখন পুকুরে লাফ দিয়ে সাতার কাঁটা, আবদ্ধ জিমন্যাসিয়ামের বদলে উন্মুক্ত মাঠে আর বিশুদ্ধ বাতাসে জগিং এবং সেই শিশুকাল থেকে অতি পরিচিত মসজিদটার সাথে দৈনিক পাঁচবার সাক্ষাত সব মিলিয়ে ভালই কাটবে কয়েকটা দিন ইনশাআল্লাহ। আজ রাতে আর ঘুমানো হলনা। এক্সপি সেটাপ দেয়ার পর প্রয়োজনীয় সফটওয়ারগুলো ইনস্টল করতে করতে অনেক রাত হয়ে গেল।

এখন ঘুমালে ফজরের নামাযের সময় উঠা মুশকিল হয়ে যাবে। ভাবছি বাসে তো এমনিতেই ঘুমাই, তো আজকের ঘুমটা রাতের ঘুমের কাযা হিসেবে ঘুমাব। সবার ঈদ সুন্দর কাটুক, আমাদের মধ্যে বিরাজমান পশুবৃত্তিগুলো কোরবান হয়ে গড়ে উঠুক একটি নির্মল সমাজ, ধনী-গরীব সকলের মুখে ফুটে উঠুক হাসি এই কামনায় সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা-'ঈদ মোবারক'। ঈদের পরে আবার ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.