আমাদের কথা খুঁজে নিন

   

Salary account হোক ডাচ-বাংলা (DBBL) ব্যাংকে। আপনারা কি বলেন?

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!

বেতন নিয়ে বিদেশী ও বহুজাতিক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে কর্মীদের একটা খামাকা পেইন দিয়ে যাচ্ছে। আগাগোড়া দেশী মালিকানার কিছু প্রতিস্ঠানও বুঝে না বুঝে আকামটাতে লাইন দেয়। সেটা হল HSBC বা SCB নামক দুটো 'বেখাপ্পা' বিদেশী ব্যাংকে স্যালারি দেয়া। বেখাপ্পা বলার কারন হল, ঢাকা, সিলেট ও চ্ট্টগ্রাম শহরের বাইরে ব্যাংক দুটির বিস্তৃত কোন নেটওয়ার্ক নেই। এসসিবির ১টি শাখা আছে বগুড়ায় এই যা।

এটিএম মেশিনের অবস্থাও তথৈবচ! গোটা ঢাকা শহরে এইচএসবিসির মেশিন আছে গোটা আস্টেক বড়জোর। তাও একটা আবার অ-জায়গায়, এ্যাংকর টাওয়ারে, যেখানে যাওয়া-আসা বড্ড জটিল। চট্টগ্রামে ১টা আগ্রাবাদে আরেকটা জিইসি মোড়ে। যাহোক, মোদ্দাকথা এমন কোন বাড়তি সুযোগ সুবিধা এ দুটি ব্যাংক দেয়না যাতে দলে দলে এখানে গিয়ে স্যালারী একাউন্ট খুলতে হবে। বরং দেশী অনেক ব্যাংক তার চেয়ে ঢের ভাল।

বিশেষ করে ডাচ বাংলা। আপনারা কি বলেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।