আমাদের কথা খুঁজে নিন

   

রাজীবদের মৃত্যু নেই, ওরা চিরজাগ্রত নির্ভীক

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে অন্ধকার পাতালপুরীতে দাঁতাল হাঙর সুযোগ সন্ধানে বিয়াল্লিশ বছর, চলছেই আড়াল থেকে গভীরতর গভীরতা ভেদ করে হঠাৎ কামড়ে ধরে রাজীবকে রাজীবের রক্তধারা শাহবাগের মূলধারায় উজ্জীবিত সহস্র রাজীব তার টকটকে লাল রক্ত শক্তিতে বিহ্বল দিগভ্রান্ত হাঙরের পাল ; সব মৃত্যু ঠিক মৃত্যু নয় কুণ্ঠিত লজ্জিত মৃত্যু রাজীবের সামনে এসে মাথা নত করে দাড়িয়ে থাকে দাড়িয়ে থাকে স্থির অবিচল রাজীবের করুনা প্রার্থনায় রাজীবদের মৃত্যু নেই ওরা মৃত্যুমিছিলের পুরোভূমি ওরা বেঁচে থাকে দ্রোহে সূর্যের মত আলো উত্তাপে বেঁচে থাকে রাজার মত উত্তাল জনসমুদ্রে শাহবাগ উদ্বেলিত ; রাজীবের বাদশাহী অবয়ব শাহবাগ উজ্জ্বল । সব অলিগলি রাজপথ সব সব নদীস্রোত একমুখী আজ শাহবাগ শুধু শাহবাগ ক্লান্তিহীন দিন নিদ্রাবিহীন রাত অজস্র মুখ মুখর জনতায় রাজীবের সুখ প্রতিঘাত হানে অসীম ক্ষমতায় মৃত্যুহীন অপার মহিমায় চির জাগরূক খুব চেনা খুব সাধারন দুই চোখ; রাজীবেরা কখনো মরে না ওরা দূর্জয় দূর্বার আপোষহীন শুরু হলো রাজীবদের যুগ ভয়হীন নির্লোভ । *** ফেব্রুয়ারী মাস ভাষার জন্য, বসন্তবরনের জন্য, ভালবাসার জন্য নানা রঙে নানা বর্ণনায় ভরে আছে । ২০১৩ সনের ফেব্রুয়ারী মাস অনন্য হয়ে গেছে ; এ সময়ে রাজীবের জীবন উৎসর্গ, শাহবাগ প্রজন্ম চত্ত্বর এক নতুন ইতিহাস । ধন্য ফেব্রুয়ারী , ধন্য বাংলার ইতিহাস ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।