আমাদের কথা খুঁজে নিন

   

জল্লাদের গোপন অনুভূতি

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

জল্লাদের গোপন অনুভূতি কাঁধে নিয়ে আমরা সূর্যাস্তের দোকানে যাই। মাল কিনে মধ্য বয়সীরা ঘরে ফেরে। সন্ধ্যার জন্মধ্বনিতে কিছু চিজ্ রয়ে যাই। তাদের মনো-সড়কের পাশে ওৎ পেতে থাকা অন্ধকূপ থেকে যখন লোমহর্ষক দৈত্যগুলো বের হয়, তখন তাদের জিভেতে পেরেকবিদ্ধ ডানাগুলো উড়তে চায়, জ্যোৎস্নার আলো। গভীর খাদগুলোতে ঝলমলে পিলারে পত্ পত্ উড়তে থাকে বিক্রিত মুখ। মুখোশে লেগে থাকা প্রকৃত প্রেমিক-প্রেমিকার আবদার সওদাপাতি পুড়তে থাকে দোকানের পিছনে। কিছু লোক ব্যাগ ভরতি সন্দেহ নিয়ে ঘরে ফেরে না, মাটি কামড়ে রয়ে যাই সূর্যাস্তের ঘাটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।