আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহর কসম!! বাস্তবতার সাথে এর কোন মিল নাই !!!

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

কলেজের শুরুতে ফুলবাবু সেজে, শাট প্যান্ট পরে আর দাত গুলো মেজে । ভাব নিয়ে ঘুরেছি , আমি যেন রাজা , মেয়েগুলো ফুরফুরে ছেলেগুলো তাজা। সবাই ঘুরে নিয়ে সাথে দলবল , আমি শুধু একা একা চোখ ছল ছল। ক্লাসরূমে বসি একা চোখে আসে ঘুম, বেঞ্ছে মাথা ঠেকে ডেকে উঠে ধুম!! হেসে উঠে গোটা ক্লাস পরেছে কি বাজ? আমি শুধু ফ্যালফ্যাল চোখ জুড়ে লাজ। পাশে বসা ছেলেটা খায় চ্যুয়িংগাম, পরদিন ন্যাড়ামাথা আমি হাদারাম ! ক্লাসের ছেলেগুলো সবকটা বদ, মেয়েগুলো মনে হয় বড় আ-পদ।

দিন যায়, মাস যায় আসে যে বছর , এভাবেই কাটছিলো দিনগুলো মোর। হঠাত একদিন ঘটনাটা ঘটে, এক সুন্দরী গেলো পাশ দিয়ে হেটে। কি যে বলি তার কথা , যেনো সে পরী , তার তরে দেয়া যায় গলাতে দড়ি। তার পিছে ঘুরি আমি চব্বিশ আওয়ার, সাহস হয়না শুধু সামনে যাওয়ার। খাওয়া নেই , দাওয়া নেই তার কথা ভেবে, তার দিকে চেয়ে থাকি ক্লাসরূম ল্যাবে।

একদিন মেয়েটা করল নালিশ, বুঝলাম এইবার হব আমি পালিশ । স্যারেরা অফিসে ডাকলেন আমায়, হাটু কাপে থরথর কেউ না থামায়। পরদিন আমার চোখমুখ ফুলা , সবচেয়ে রাগী স্যার দিয়েছে যে ডলা। হাত পা মাথা সব হয়ে গেছে ব্যান্ড, সে হাসে আমায় দেখে, সাথে বয়-ফ্রেন্ড।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.