আমাদের কথা খুঁজে নিন

   

ব্লাডি লাক......

কি লেখি না লেখি... ভেবে পাই না কূল।

প্রায় ১ বছর আগের কথা। দুপুর ২টা বাজে। ভার্সিটিতে আড্ডা দিচ্ছি। হঠাৎ এক ফ্রেন্ড এসে জিগ্গেস করে আমার ব্লড গ্রুপ কি? আমি কিছুটা কনফিউজড, বলি মনেহয় A+, কেন্? চল্ তাড়াতাড়ি, এক ফ্রেন্ডের বড় ভাই হসপাতালে, ব্লাড লাগবে।

আমি আগে কখনও ব্লড দেইনি তাই কিছুটা ভয় ছিল তার উপর হুট করে যেতে বলছে...! পীছলে যাওয়ার চেষ্টা করব কিনা ভাবছি। তখন আরেকটা ফ্রন্ড এসে বললো চল চল, দেরি হয়ে যাচ্ছে। অতঃপর গেলাম মোহাম্মদপুর রেডক্রিসেন্ট-এ। প্রথমেই আমি শুয়ে পড়লাম, এসেছি যখন আগেই দিব। ব্লড নেয়া হলো।

আমার ও আরেকটা ফ্রেন্ডের। খুব খুশী, জুস-টুস খাচ্ছি। কিছুক্ষন পর কম্পাউন্ডার সাহেব খুব হাসি হাসি মুখে বললেন আপনার ব্লডগ্রুপ তো O+.....! আমি তো পুরা থ !! সবাই আমার দিকে তাকাচ্ছে। পরিবেশটা হালকা করার জন্য বললাম, Shit Happens, man, ব্যাপারনা। আমার ব্লাড রেডক্রিসেন্টওয়ালারা রেখে দিল আর আমাকে মেম্বারশীপ কার্ড দিল।

চলে এলাম। গতকাল আরেক ফ্রেন্ডের আপুর অপারেশন হবে, আমাকে বললো রেডি থাকিস। আমিও যথারিতী রেডি। সন্ধার দিকে ফোন এলো, চলে আয় মালিবাগ। আমরা ৩ ফ্রেন্ড চলে গেলাম মালিবাগ।

বাসথেকে নামার ঠিক আগমুহুর্তে ফোন এলো, অপারেশন শেষ, ব্লাড লাগবেনা। যাহ্ শালা, এইবারও হলো না। ফ্রেনডটা মামা ঃয়েছে এই খুশীতে সবাই হেব্বী খাওয়া-দাওয়া করলাম। কিচ্ছুক্ষন আড্ডা মেরে বাসায় আসতে আসতে রাত ১০টা। একটা ব্যাপার বুঝতে পারলাম।

মানুষকে সাহায্য করতে "লাক" লাগে। আমারও সেই লাক হবে, কোন একদিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.