আমাদের কথা খুঁজে নিন

   

দল-মতের উপরে শাহবাগ

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে ।

কারন, এরাই ইসলামের বড় শত্রু । ধরেন এটা ১৯৭১সাল। বন্ঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলেন। যেহেতু আপনি আওয়ামী তাই তল্লি-তপলা গুছিয়ে যুদ্ধে চলে গেলেন। গিয়ে দেখলেন আপনার সেক্টর কমান্ডার হিসাবে সেখানে আছেন জিয়াউর রহমান।

কি করবেন?জিয়ার দিক নির্দেশনায় যুদ্ধ করলে তো আপনার জাত যাবে। আর যদি আপনি বিএনপি হন তাহলে তো গোড়াতেই গলদ। ডাক দিয়েছেন মুজিব। তার ডাকে সারা দিলে নিজের দলকে অসম্মান করা হবে। অবশেষে ঘটনা কি দাড়ালো?আপনি রেডিও ধরিয়ে ঘরে বসে খবর শুনছেন।

আমি আপনাদের কাতারে নই। তাই আজ আবারও যাচ্ছি শাহবাগ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।