আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামী



বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামী আপিল বিভাগের রায়ের পর প্রাণ ভিক্ষা চেয়ে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। উপ- কারা পরিদর্শক গোলাম হায়দার আজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের কপি তাদের পড়ে শোনানো হয়েছে। তারা প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার জন্য আবেদন করবেন কিনা এই বিষয়ে তাদের মতামত চাওয়া হলে ৫ আসামীর মধ্যে চারজন আবেদন করবেন বলে জানিয়েছেন। তবে সুলতান শাহরিয়ার রশিদ এখনো তার সিদ্ধান্তের কথা জানাননি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের সাথে তাদের আত্মীয়-স্বজনদের দেখা করার সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। উপ-কারা পরিদর্শক গোলাম হায়দার আরো জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামীকে আগামী সাতদিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে আবেদন করতে হবে। এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী এডভোকেট আনিসুল হক বলেছেন, আগামী ১৯ অথবা ২৯ শে ডিসেম্বর আপিল বিভাগের রায় কার্যকর করা হতে পারে। তিনি আজ সাংবাদিকদের সাথে আলাপকাল আরো বলেন, মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার জন্য যে সব আইনগত প্রক্রিয়া রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হবে। গত ১৯ শে নভেম্বর সুপ্রীমকোর্টের আপিল বিভাগ দীর্ঘ প্রতিক্ষিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা করেছে।

রায়ে হাইকোর্টের দেয়া ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.