আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম'গুলোর ভবিষ্যত কি ? নাস্তিক'রা ধর্মের কি পরিনতি বা অবস্থা দেখতে চায় ? ...একটি আলোচনা পোস্ট ..বিশেষত নাস্তিকদের জন্য



বিজ্ঞান এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির জয়যাত্রার এযুগে একথা নিঃসন্দেহে স্বীকার করা যায় যে ধর্মের অলৌকিক প্রভাব'বলয় থেকে আমরা ক্রমেই বেড়িয়ে আসছি । এবং এ চর্চা'টা চলতে থাকলে ... অদূর ভবিষ্যতে ধর্ম-প্রভাব আমাদের বস্তু জীবনে শুন্য মাত্রায় নেমে আসবে ... এরকম আশাবাদ ব্যাক্ত করা অত্যুক্তি হবেনা । এরকম প্রেক্ষাপটে ... ভবিষ্যত'সচেতন মানুষ হিসেবে আপনাদের ... বিশেষ করে ধর্ম'সচেতন নাস্তিক'দের (বা যে কোন ফরমেটের প্রচলিত ধর্মে বা ধর্ম'ঈশ্বরে অবিশ্বাসীদের) বক্তব্য বা স্বপ্ন; দৃষ্টিভঙ্গি বা দূরদৃষ্টি; ইচ্ছা বা চাহিদা ইত্যাদি গুলো আলোচনা হলে ক্যামন হয় ... আসুন ... এক'ঝলক আগামীর পৃথিবী থেকে ঘুরে আসি । সম্পূরক যে সব বিষয়ে আলোচনা হতে পারে ... কিন্তু কোন বাধ্য'বাধকতা নেইঃ ১. ধর্ম কি আদৌ টিকে থাকবে ? ২. টিকে থাকলে কিভাবে ? ৩. না টিকে থাকলে সেই শূন্যস্থান পূরন হবে কিভাবে ? ৪. যদি ধর্মের মূল রুপ পরির্তিত হয় .. তবে সে পরিবর্তিত রুপ'টা কেমন হবে ? ৫. মানুষের চরম অসহায় মূহুর্তে ধর্ম'আশ্বাস (মিথ্যে হোক আর যাই হোক) তাকে কিছুটা হলেও শান্তি দেয় .. এই শান্তি'টার বিকল্প কি হবে ? ৬. ইত্যাদি ইত্যাদি । চলুন শুরু করা যাক আলোচনা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।