আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা টু চিটাগাং- ২ ( তেজগাঁও )

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,,এই বিষয়ে আগের পোষ্ট দেখতে Click This Link তেজগাঁও ষ্টেশন পিছনে ফেলে হাটতে থাকলাম.......... আশেপাশে অধিকাংশই বস্তি এলাকা, তারই মাঝে দুপুরের খানা খেতে ব্যস্ত ওদেরকে আমার ক্যামেরার বিশেষ পছন্দ হল রাস্তার পাশে কতইনা নির্ভার ওরা একজন পাকা রাধুনী মহাখালী ফ্লাইওভারের নীচ দিয়া যখন যাই........ চোখের জল, নাকের জল এবং গোসলের জলে একাকার এক আদম সন্তান রেল লাইনের পাশের ছালাদিয়ে হোটেলের জন্য রান্না করা তরকারী নিয়ে যাচ্ছিল, ক্যামেরা দেখে একটা ছবি উঠানোর জন্য অনুরোধ করল বলে...... অবিরাম হেটে চলা............... পাশ দিয়ে যাচ্ছিল তাই............ অতঃপর পৌছে গেলাম বনানী । আগামী পর্ব হবে বনানী থেকে ক্যান্টনমেন্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.