আমাদের কথা খুঁজে নিন

   

তোমাতেই আমি বিস্মিত

পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..

আমার আকাশটা রং বদলাতে পারে ঠিক যেন মনের মতো, কখনও মেঘে মেঘে ভারী হয় ,কখনও হয় ঝড়ের মতো বিক্ষুদ্ধ , কখনও শান্ত থাকে চুপচাপ , কখনও অঝোর ধারায় ঝড়ে, আবার কখনও কল্পনার নীল রঙে সাজিয়ে করে তোলে রঙিন । আমার এই আকাশটা- যাকে আমি ভালবাসি অনেক বেশী । ঠিক তোমার মতো। যতটা বাসি তোমায়! তোমার প্রতিচ্ছবি যে ওই আকাশটার গায়েই দেখি। তোমার দৃঢ়তা, তোমার চেতনা বোধ , তোমার প্রেম সবই তো আমার আকাশের মাঝেই খুঁজে পাই! তাই আকাশের বিশালতায় আমি বিস্মিত নই, যতটা তোমাতে। তুমি বুঝতে দিতে চাও না তোমাকে, তোমার হৃদয় অনুভব অথচ কতো সহজে এই আকাশটা ছুঁয়ে ফেলে আমার মন । কোন কষ্টে ধিক্ ্িধক্ করে যখন মনটা ভস্ম হতে থাকে- পুড়ে যাওয়ার গন্ধটা সবার আগে সেইতো বুঝতে পারে। তাই সে তখন প্রকৃতিকে উত্তাল করে ফেলে , মাতাল হয়ে আঁচড়ে-পিচড়ে সংকেত দিয়ে জানায় নিজের সমানুভুতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।