আমাদের কথা খুঁজে নিন

   

এখন কিভাবে আছে দলছুট সঞ্জীব ?



( ব্লগার মানবীর একটি মন্তব্যের সূত্রে এই পোস্ট ) আমার সহপাঠী দলছুট ব্যাণ্ডের অকালপ্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সকালে একটা পোস্ট দিই। Click This Link হিমঘরের ঠিকানায় খোলা চিঠি নিয়ে মানবী জানতে চান এখনো সঞ্জীবের মৃতদেহ ঢাকা মেডিকেলের হিমঘরে আছে কিনা ? আমি জানতাম মরদেহ দানের পর হিমঘরেই রাখা হয় প্রথমে। এরপর এনাটমীর ক্লাসে ওই মরদেহের সাহায্যে মেডিক্যালের ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয়। কতোদিন এভাবে থাকে এটা আমার জানা ছিলো না বা জানার কৌতুহলও ছিলো না। মানবীর এই মন্তব্যের কারণে প্রকৃত অবস্থা জানার আগ্রহ জাগে।

যেই ভাবা সেই কাজ। নেমে পড়লাম জানার কাজে। ঢাকা মেডিকেলে সহকারী অধ্যাপক পদে কর্মরত আমার এক বন্ধুর কাছে জানতে চাইলে সে চটজলদী উত্তর দিতে পারলো না। তবে এনাটমী বিভাগের এক অধ্যাপকের সেল নাম্বার দিয়ে সেখানে জানার জন্য বললো সে। অধ্যাপক মহোদয়ের কাছে সব খুলে বলে ওর মরদেহের বর্তমান অবস্থা জানতে চাইলাম।

উনি জানালেন প্রাথমিক ভাবে হিমঘরে রাখলেও পরে মরদেহ কঙ্কাল আকারে ঢাকা মেডিক্যালের মিউজিয়ামে রাখা হয়। একইভাবে সঞ্জীবের মরদেহও ঢামেক মিউজিয়ামে কঙ্কাল আকারে রাখা আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।