আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগঃ আরব সাগরের বাংলাদেশী মাঝি-মাল্লা, আবুধাবী এয়ারপোট ও রোড় টু দুবাই।

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

ছবি তোলাই আমার সখ। ভ্রমনকালীন সময়ে ডিজিটাল ক্যামেরায় সব কিছু বন্দি করে রাখি। আর আমার তোলা ছবির সংখ্যা অনেক। প্রতিটি ভ্রমনকে স্মৃতিময় করে রাখার জন্য ছবি তুলে রাখি। প্রবাসের স্মৃতিগুলো অবসর সময়ে দেখার জন্যই এই অরাজক কান্ডটি করে থাকি। আবূধাবী এয়ারপোর্টঃ পরিকল্পিত ভাবে গড়ে উঠা আবূধাবী শহরের রোড়ঃ রাস্তার দুপাশে সারি-সারি খেজুর গাছঃ আরব সাগরে আমাদের দেশের মাঝি-মাল্লাঃ দুবাই শহরকে খাল কেটে দুভাগে ভাগ করা হয়েছে যথাঃ দুবাই ও বার দুবাই, দুবাই করর্নিশ এ মাঝিদের বেশীর ভাগ বাংলাদেশী। ভ্রমনকারীরা লোকেশন ম্যাপ দেখেই ঘুরতে থাকেঃ স্পাইসি মার্কেটঃ এই মার্কেকে প্রতিদিন হাজারে পর্যটকের পদচারনায় মুখরিত থাকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।