আমাদের কথা খুঁজে নিন

   

একজন ব্লগার বুতুন, বাংলাদেশী টুরিস্ট ও বাংলাদেশী ব্লগার বনাম বাংলাদেশী জাতি

মানুষতো তার স্বপ্নের সমান বড়, তাই বড় বড় স্বপ্ন দেখাই ভাল... আজ আমি জেনারেল থেকে সেইফ হলাম, আনন্দিত হয়ে সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত দেয়ার জন্য একটা পোষ্ট দেয়ার কথা, সেখানে আজ আমার খুব মন খারাপ, মন খারাপ নিয়েই পোষ্টটা করছি। আসলে আমি তেমন বড় কোন ব্লগার নই, সেই যোগ্যতাও আমার নেই। আমি আমার অধিকাংশ পোষ্টেই ব্লগের ভাল পরিবেশ চেয়ে আকুতি জানিয়েছি, সেই হিসাবে আসলে আমাকে শুধু ব্লগার না বলে বরং ‘ব্লগিয়-পরিবেশবাদী ব্লগার’ বলা যেতে পারে। আমার ব্লগখানা একটু ঘুরে গেলে বুঝতে পারবেন। সে যাক, আজ কেন মন খারাপ সেটা এক এক করে বলিঃ আমি জনৈক ব্লগার বুতুনের, যিনি নিজেকে ভারতীয় বলছেন, এই ব্লগখানা পড়ছিলাম , আর ভাবছিলাম একটু প্রতিবাদের ভাষায় একটা মন্তব্য দিব।

কিন্তু আমার আগে যারা এই পোষ্টে মন্তব্য দিয়েছেন সেগুলো পড়ে আমি মর্মাহত হই এবং পোষ্টের প্রতিবাদ না করে বরং মন্তব্যের প্রতিবাদে মন্তব্য করার সিদ্ধান্ত নিই। পরে মনে হল বিষয়গুলো মূল পাতায় সবার নজরে আনা দরকার, কারন মন্তব্য অনেক সময় অনেকেই skip করে যান আর এখানে পুরা বাংলাদেশী জাতির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ঐ পোষ্টের আমার মন্তব্যগুলোই একটু সাজিয়ে, কিছুটা সংযোজন করে এই পোষ্টটা হয়েছে। ১. আমরা সবাই মনে করি, যে কোন ব্লগার পোষ্টে বা মন্তব্যে ভাষা অবশ্যই সংযত রাখবেন, তাহলে উনি ব্লগার হবেন, আর তা না হলে রাস্তার একজন নিম্ন সংস্কৃতির মানুষের সাথে ব্লগারের পার্থক্য কোথায় ? বক্তব্য, বিষয় যাই হোক, ভাষা অবশ্যই শালীন হবে, এর কোন বিকল্প নেই। কিন্তু এই পোষ্টে মন্তব্য করতে গিয়ে কোন কোন ব্লগার, নাম বলছি না, যে ভাষা ব্যবহার করেছেন, তা দুঃখজনক।

তাদের সাথে নিজেকেও ব্লগার ভাবতে লজ্জা লাগছে, দুঃখ লাগছে। আরেক জনকে অসভ্য বলতে গিয়ে নিজে সভ্য থাকলাম কৈ ? কেউই মনে রাখল না যে, "তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন ?" ২. আরও মজার একটা বিষয় দেখলাম যে যারা বিরোধিতা করেছেন তারা সবাই পোষ্টদাতাকে ব্যক্তিগত আক্রমন করেছেন, কেউই কিন্তু শক্ত যুক্তি দিয়ে বলেন নাই যে পোষ্টের তথ্য বা বক্তব্য মিথ্যা, বানোয়াট। তাহলে পক্ষান্তরে পোষ্টের তথ্য বা বক্তব্যকেই সমর্থন করা হল না ? তাহলে এই যে কষ্ট করে নষ্ট শব্দগুলো ব্যবহার করে যারা বিরোধিতা করেছেন, তাদের কি হবে ? ৩. হেডস্যার নামক ব্লগার মন্তব্য করলেন, “আপ্নেরা যে বিনা ওয়ার্ক পারমিটে বছরের পর বছর বাংলাদেশে আইসা বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরীতে বছরের পর বছর কামলা দেন তখন আপনেগো আত্মসম্মান কই থাকে দাদা?”- এইখানে বিনা ওয়ার্ক পারমিট ধরার দায়িত্ব কার ? আমাদের নয় কি ? আর তাদের নিয়োগও আমরাই দিচ্ছি। তাহলে মাথা গরম করে মন্তব্য দিতে গিয়েতো উনি আমাদের দুর্বলতাই প্রতিষ্ঠিত করলেন। ৪. আমি তুমি আমরা নামক ব্লগার মন্তব্য করেছেন: আপনি কি ভারতীয়??? যদি উত্তর হ্যা হয় তাহলে একটা কথা বলি, ফ্রীতে বাংলাদেশী ব্লগে ব্লগিং করে দয়া করে উপদেশ দিতে আসবেন না”।

- এইখানেও ব্যক্তিগত আক্রমন ব্যতিত কোন যুক্তি তুলে ধরা হয়নি এবং সামুকে বাংলাদেশী ব্লগ বলা হয়েছে। বরং আমিতো দেখি সামুতে সারা পৃথিবীর বাংলা ভাষা ভাষী ব্লগাররা ব্লগ লেখেন, তাদের অনেকেই বাংলাদেশের নাগরিক নন। তাহলে ভারতীয় হলে অসুবিধা কোথায় ? তাছাড়া সামুর মডারেটর কি এই মন্তব্যের সাথে একমত হবেন ? অনেকেই আবার সংযত ভাষায় মন্তব্য দিয়েছেন। শুধু কেউ কেউ মন্তব্য দিতে গিয়ে একটু বেফাঁস কথা বলে ফেলেছেন। এই কেউ কেউ-কে নিয়েই আসলে বলতে চেয়েছি; তাদের উদ্দেশ্যে বলি, অযৌক্তিক, শিষ্টাচার বহির্ভূত মাথা গরম মন্তব্য দিয়ে আমরা আসলে নিজেদেরকেই কলুষিত করে ফেললাম।

কিছু লোক থাকবেই যারা আপনার আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে সুযোগ নেবে। কিন্তু আমাদেরও সেই বিষয়ে সচেতন হতে হবে। বিরোধিতা অবশ্যই থাকবে, কিন্তু বিরোধিতাকে সামাল দিতে গিয়ে আরও হাঁসির পাত্র হওয়া কোন ভাবেই কাম্য নয়, আপনার আমার কারও কাছেই। আর এইটাও খেয়াল রাখা ও সাবধান হওয়া উচিৎ ছিল যে এই পোষ্টে পুরা বাংলাদেশী জাতির চরিত্র নিয়েই কিন্ত প্রশ্ন তোলা হয়েছিল। তবুও সবাই ভাল থাকুন, দেশ বা পরবাসে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.