আমাদের কথা খুঁজে নিন

   

দিন গুলি মোর

আমি আমিই

অনেক দিন পর দেশে যাচ্ছি। ' অনেক' শব্দটি যে ভাবে লিখছি, ভাবছেন হয়তো অনেক বছর পর। তা নয়, কয়েক মাস পর মাত্র। কিন্তু তবোও মনে হচ্ছে অনেক দিন পর ফিরছি। বাংলাদেশ থেকে যেই আসে শুধু একই কথা, ' আর থাকা যায় না দেশে, জ্যাম, ধোঁয়া, শব্দ, মানুষ ইত্যাদি ইত্যাদি'।

কিন্তু অন্য দেশে আসবার পর অনুভব করি নিজ দেশকে। অন্য দেশ যতোই আধুনিক আর উন্নত হোক তবোও অন্য দেশ, অন্যদের দেশ। আমার না, আমার নিজের নয়, এখানে কিছুই নিজের মনে হয়না কখনো। তাই শুধু ফিরবার চিন্তা। খুব মিস্‌ করছি, বিশ্বসাহিত্য কেন্দ্রের আড্ডা, ছাদে বসে সিংগারা খাওয়া, পূর্ণিমার সময় গানের আয়োজন, দেশ টিভি, অনুষ্ঠান, আনন্দনের বন্ধুরা, আমার পুরনো আফিস, দল বেঁধে বেড়াতে যাওয়া, গলা ছেড়ে গান গাওয়া, রাস্তায় বসে ফুস্‌কা খাওয়া......................ইস্‌ যতোই ভাবছি , ততোই মন ছুটে যাচ্ছে।

আজ শুধু একটা গান খুব বেশি মনে পরছে, ' দিন গুলি মোর সোনার খাঁচায় রইলো না, রইলো না সেই যে আমার নানা রং এর দিন গুলি কাঁন্না-হাসির বাঁধন, না না সইলো না, সইলো না সেই যে আমার নানা রং এর দিন গুলি ' স......ব্বা..............ইকে ঈদের শুভেচ্ছা, একটু আগেই হয়তো, তবোও ঈদ মোবারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।