আমাদের কথা খুঁজে নিন

   

আমরা৫০কোটি মানূষ সমস্যা কবলিত হবো, আর আফ্রিকায় ৫০কোটি মানূষ সমস্যা কবলিত হয়ে পড়েছে।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

যাদের অঢেল টাকা পয়সা আছে অথবা যারা নিজের নাম ফাটানোর জন্যে অনেক কৌশলের আশ্রয় নেন। তাদের বলছি। আফ্রিকা সহ সারা বিশ্বে প্রতি ছয় সেকেন্ডে একটি শিশু ক্ষুধার জ্বালায় মৃত্যু বরন করছে। আমাদের দেশে পথে ঘাটে যে সব ফকির মিসকিন দেখতে পাই। তাদের সাহায্য করলে আখেরাতে পার পাবেন না।

কারন তারা এই ভিক্ষাবৃত্তির নামে ব্যাবসা করছে। এই ব্যাবসায়ীদের সাহায্য করে আল্লাহ কে খুশি করা যাবে না। কিছু সমস্যা আমাদের দেশে ও প্রকঠ। যেমন সাইক্লোন,নদী ভাঙ্গন,এবং অর্থনৈতিক আগ্রাসন এর কারণে মানূষ বিপদ গ্রস্থ হয়। তা আবার অনেকে নিজের চেষ্টায় ঘুরে দাড়াতে পারে।

জলবায়ু পরিবর্তনের যে প্রচার প্রচারনা বাংলাদেশ থেকে চালানো হচ্ছে তা আগামীতে সম্ভাব্য জলবায়ুর পরিবর্তনের প্রভাব এবং তার প্রতিকার সম্পর্কে। যা ধীরে ধীরে সরকার আন্তরিক হলে সমূদ্র উপকূলে ১৬/২০ফুট উচু বেরীবাধ এবং গ্রয়েন নির্মান করে নুতন ভূমি উদ্ধার সহ সমূদ্রের লোনা পানিরপ্রবাহ কমানো সম্ভব। তার সাথে সততার সহিত উপকুলিয় এলাকার মানূষের সম্পৃক্ততা বাড়ালে এবং তাদের সচেতন করতে পারলে সম্ভাব্য অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যারা বাড়ী ঘর নির্মান করবেন তা ২০ফুট উচু করে করবেন। যারা চিংড়ী ঘরে করবেন তার পার ২০/২২ফুট উচু করবেন।

এবং প্রচুর গাছ লাগানোর জন্যে সচেতন করবেন। আগে সচেতন হয়ে গেলে সম্ভাব্য অনেক সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের সম্পদ আমাদের জনবল। বুদ্ধিদীপ্ত কৃষক শুধু তাদের প্রযুক্তি নির্ভর তথ্য ,নুতন আবহাওয়ায় টেকসই বীজ, সার দিতে হবে। সমূদ্র থেকে ভূমি উদ্ধার করতে হবে।

আফ্রিকা একটি হতাশার নাম। ড্রাগস , এইডস, কুসংস্কারের দেশ আফ্রিকা। ক্ষুধা এবং অন্তর্ধন্ধে গৃহযুদ্ধে বিপর্যস্থ একটি মহাদেশ। কেউ যদি মাদার তেরেছা হতে চান অথবা মহাত্মা গান্ধী অথবা সমাজসেবক তাহলে আফ্রিকা যান এবং সুনাম অর্জন করুন। একটা ইতিহাস বলে রাখি।

১৮৭৮ ইং বাংলা অঞ্চলে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই সময়ে এই অঞ্চলের কয়েক কোটি মানূষ ক্ষুধা এবং অপুষ্টির শিকার হয়ে মৃত্যু বরন করেছিল। কিন্তু তখন ও এই অঞ্চলের রাজা মহারাজাদের ভান্ডারে জমা ছিল হাজার হাজার ধন ভান্ডার কিন্তু তারা তখন রাজপ্রাসাদ গুলোতে বাইজির নাচ আর মদের নেশায় মগ্ন ছিলেন। এই রাজা মহারাজাদের পরিণতি আমরা জানি। তাদেরকে এই অঞ্চলের মানূষ ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষেপ করেছে। যদি তারা সাহায্যে এগিয়ে আসতো তাহলে এখন রাজতন্ত্র আমাদের অঞ্চলে থেকে যেত।

তারা অসহায় মানূষের সাহাযে এগিয়ে আসেন নি। এখন আমার দেশের রাজা মহারাজা যারা বিভিন্ন কর্পোরেট কোম্পানীর মালিক তারা যদি রাজা হতে চান। এবং বিশ্ব ব্যাপি কর্পোরেট আগ্রাসন চালাতে চান। যান আফ্রিকায়্ এবং সাহায্য মানবিক সাহায্য তার সাথে ব্যাবসা করে মুনাফা করে আসুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।