আমাদের কথা খুঁজে নিন

   

বাঁক নিতে নিতে

আমি সেই ধরণের মানুষ, যে বিশ্বাস করে আমরা সবাই অমৃতের সন্তান

ঝরা পাতাদের ডেকে নিয়ে যায় যে বাতাস সে এসে আমার মনের দেওয়াল থেকে সময়ের পলেস্তরাটা খসিয়ে ফেললো স্মৃতির একটা হাতে তুলে নিয়ে বললাম গোলাপ নেবে? সে বলল, কেন শ্মশানের রজনীগন্ধা নিয়ে এলে? আমি পিছিয়ে গেলাম। আমার মনের সমস্ত আবেগটুকুতে রাঙিয়ে,এঁকেছিলাম প্রিয়ার ছবি নিংড়ে নিয়ে আকাশের রং রাতের রহস্য প্রাণের কাজল এঁকেছিলাম দুটি চোখে গোধূলীর আলোয় সে চোখ চেয়ে বলল, কেন ম্লান বিকেলের ছায়াটুকু আনলে? আমি হতাশ হলাম। তারপর, সকলের ফেলে যাওয়া পথে কুড়িয়ে পাওয়া দুঃখটুকু বুকে নিয়ে পিছনের পথে পা বাড়াতেই মহাকাল আমায় বলল কেন দুঃখের সঙ্গে দুঃখের অহংকারটুকুও নিলে? আমি সেটুকুও রেখে গেলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।