আমাদের কথা খুঁজে নিন

   

নীতি আদর্শে বাঁক

জ্ঞানের দৈন্য আমি পূরণ করি-অধ্যয়ন দিয়ে আর মেধার দৈন্য –অনুশীলন দিয়ে

জ্বী, জনাব-
সালাম করি কি প্রণাম,
দেশটা যত না এগিয়েছে
তারচে বেশি আপনার সুনাম।

আমরা যেখানে সেখানে রয়েছি
আপনি হ-ছেন ধনী,
ক্ষমতা আপনারে রঙিন করেছে
তাই আপনারে মানি।
মৎস্য বেঁচিয়া আপনি জনাব
হলেন কোটিপতি,
জাল গুলোতেই এখনো বাঁধা
মোর জীবনের গতি।
মাছ ধরিবনা বেঁচিব শুধুই
ধরুক যে যার মত,
কোটি টাকার লোভটা ছাড়া
সহজ নয় তো এত।

জ্বী জনাব-
সালাম করি কি প্রণাম,
জনগণ কী আপনার, নাকি
আপনি জনতার গোলাম।



দেশ সেবাতেই ছিলেন আপনি
ছিলেন জারেজার,
সেই সুবাদেই বেড়েছে আজ
সম্পদ আপনার।
আমরা কিন্তু মাইন্ড করিনি
কে কি বলছে বাদ,
আপনারেই তো আনব আবার
পুরিতে আহলাদ।

জ্বী জনাব-
সালাম করি কি প্রণাম,
নীতি আদর্শ কত্ত শুনে যে
ভক্ত আমরা হলাম।

সাম্যবাদের রঙ্গিন শ্লোগান
গেয়েছিলেন কত,
কই সে সাম্য- এখন দেখি
চলছে যে যার মত।
দেশ চলেছে আগের মতই
আপনার নীতি থাক,
ক্ষমতা বেড়েছে পয়সা বেড়েছে
নীতি আদর্শে বাঁক।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।