আমাদের কথা খুঁজে নিন

   

ডিজুস জেনারেশন

আমার ব্লগে সবাইকে স্বাগতম। সকলের জীবন সুন্দর ও সুখী হোক। সকলকে ধন্যবাদ।

ডিজিটাল জুস আসক্ত- ‘ডিজুস জেনারেশন’। মুক্তচিন্তার কোলবালিশে বৃত্তাকার স্বপ্নে বিভোর একটি বৃত্তের ভেতরেই গড়ে অসংখ্য সার্কেল সার্কেলের ভেতরে তার বোধহীন বুঁদ আয়োজন।

জীবনের শুরু জানা নেই, শেষটাও অস্পষ্ট... মাঝখানে আড্ডা-বন্ধু-গান, এফএম মাদকতা ইয়াবার ছোবল, বুদবুদ ফেসবুক, ঘোলাটে ব্লগে বলগাহীন উন্মদনায় একঘেয়ে মুক্তচর্চার ধোলাই... ধোয়াটে নিকোটিন, এলকোহল মেশানো ছদ্মবেশী ক্যান রিমিক্স জীবনের স্বাদ, ডিজে’র পশুত্ব, আরজে’র হটছিট রূপের পসরা সাজিয়ে বেড়াল-বিড়ালীর হাটাহাটি...। ডিজিটাল জুস আসক্ত- ‘ডিজুস জেনারেশন’। সময়ের কসম খাওয়া অসময়ে, ঝিঁঝি পোকার কোরাস ডিজুস জেনারেশনের থ্রি কোয়ার্টার প্যান্টের যতটা পকেট তার চেয়েও অনেক বেশি গহ্বর ঝুলে আছে তার দেহে। আর বেদনাকাতর ওই প্রতিটি গহ্বর তো প্রমিশ্রুত হাবিয়া! কাঁধের দু’পাশে লতার মতো পেঁচিয়ে ওঠা হেডফোন তার সাপ হয়ে ফণা তুলে প্রতিনিয়ত ছোবল দিচ্ছে কানের বিবরে হায় উদাসীন জুসপ্যাক। ‘কাছে থাকা’র আকুল বিলবোর্ড ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছে শেষ-ঠিকানার শান্তির আবাস।

নাজমুস সায়াদাত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।