আমাদের কথা খুঁজে নিন

   

উদ্যোক্তা তৈরিতে ডিসিসিআই- বেসিস চুক্তি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মধ্যে দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরির প্রকল্পে সহায়তার লক্ষ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

ডিসিসিআই’র সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার এ সমঝোতা চুক্তি সই হয়।

ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান এবং বেসিস সভাপতি ফাহিম মাশরুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে সবুর খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিতকরণ এবং বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ঢাকা চেম্বার দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের সঙ্গে বেসিস’র সম্পৃক্ততা বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, আগ্রহীরা ৪ সেপ্টেম্বর থেকে বেসিস’র ওয়েবসাইটের মাধ্যমে ঢাকা চেম্বারের এ কার্যক্রমের ওয়েবসাইট ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকা চেম্বার এবং বেসিস যৌথভাবে তথ্য-প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের নিয়ে কর্মশালার আয়োজন করবে। যেখানে উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

ফাহিম মাশরুর বলেন, বাংলাদেশের তরুণ সমাজ তথ্য-প্রযুক্তি বিষয়ে অত্যন্ত দক্ষ কিন্তু প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার কারণে অনেকেই নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে আগ্রহী হচ্ছে না। ঢাকা চেম্বারের এ উদ্যোগ বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, চুক্তি সই অনুষ্ঠানে ডিসিসিআই সহ-সভাপতি নেসার মাকসুদ খান, সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক হায়দার আহমদ খান, এম আবু হোরায়রা, আলহাজ্ব আব্দুস সালাম, মো. শোয়েব চৌধুরী এবং বেসিস’র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবীর উপস্থিত ছিলেন।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.