আমাদের কথা খুঁজে নিন

   

কড়ি ও কোমল

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

না ফেরা গোধূলি কখনো জানবে না কড়ি ও কোমলে কার জ্যোতি দ্যুতি ছড়ালো সন্ধ্যার নৌযানে। ভাসমান কাশফুলে যে হারিয়ে ফেলেছে হলফনামা পাখি ও পালকের ঘ্রাণ মুছে তাকে খুঁজো না আর যৌন সম্ভোগে। সীমানা মুছে যাওয়া নন্দনে যাকে দেখি বিমর্ষ কাঠে তাঁরই সুষমা ভেঙে গভীর প্রণয়ীর একলা দিন কাটে। দিনে রাতে তবুও মৃন্ময়ী কুয়াশার মাস্তুলে গেঁথে রাখে রোদনলুপ্ত প্রহর কাঁটায় পূর্ণ শাদা দেয়ালে ভরে উঠছে রুগ্ন ঘড়ির শহর। তোমার শয়নভঙ্গির সীমানা ভাঙছে কড়ি ও কোমল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।