আমাদের কথা খুঁজে নিন

   

শেরপুরের মধুটিলা ও গজনী পিকনিক স্পট



বৃটিশ ভারতের বৃহত্তম জেলা ছিলো ময়মনসিংহ। তখন বাংলাদেশ অংশে জেলা ছিলো ১৭টি। সেখান থেকে ভেঙ্গে প্রথম গঠন করা হয় টাঙাগাইল জেলা। (সাথে বাখরগঞ্জ তথা বরিশাল ভেঙ্গে পটুয়াখালী জেলা হলো। ফলে জেলা হলো ১৯টি।

) এরপর হলো জামালপুর জেলা। ( সাথে পার্বত্য চট্টগ্রাম ভেঙ্গে হয়েছিলো বান্দরবান। জেলা হলো ২১টি। )। ১৯৮৪ সালে যখন ৬৪ জেলা হয় তখন জামালপুর জেলা থেকে হলো শেরপুর জেলা।

ময়মনসিংহ থেকে গঠিত জেলার সংখ্যা দাঁড়ায় ৬টি-ময়মনসিংহ,নেত্রকোনা,কিশোরগঞ্জ,জামালপুর,শেরপুর ও টাঙ্গাইল। ভৈরব জেলা হলে তখন হবে ৭টি। মধুটিলা ইকো পার্ক গারো পাহাড়ের পাদদেশে উত্তরের এই জনপদের উত্তরপ্রান্তে নালিতাবাড়ী উপজেলায় বনবিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে মধুটিলা ইকো পার্ক। সবুজ বনের ভেতর সুন্দর এই ইকোপার্কটি অবস্থিত। একাধিক স্পটে একাধিক দল একত্রে পিকনিক করতে পারবে সেখানে।

স্টার ব্রিজ নামে ছোট জলাশয়ের ওপর সুন্দর একটি ব্রিজ আছে। এই ব্রিজে অনেক সুটিং হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার এবং সিড়ি বেয়ে পাহাড়ে উঠে দূরের পাহাড়ের সারি আর বিস্তৃত সমতলের প্রকৃতি একত্রে দেখার সুবিধা আছে সেখানে। ছোট্ট একটা চিড়িয়াখানা আছে। ঢাকা থেকে ময়মনসিংহ ও জামালপুর হয়ে সেখানে যাওয়া যায়।

ময়মনসিংহ থেকে মধুটিলা যেতে দুই ঘণ্টা লাগবে। ঢাকা থেকে ৫ ঘন্টার মতো লাগবে। সেখানে রাত্রি যাপনে নিষেধাজ্ঞা আছে। কারণ প্রায়ই মেঘালয়ের বনাঞ্চল থেকে হাতির দল নেমে আসে। গারো,কোচ আর স্থানীয় অধিবাসীদের ক্ষেতের ফসল নষ্ট হয় হাতির উৎপাতে।

কাছেই আছে সাদামাটি। এই মাটি সিরামিক শিল্পে ব্যবহৃত হয় কাপ,প্লেট ইত্যাদি তৈরীর কাজে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: সহকারী বন সংরক্ষক, শেরপুর। ফোন নং-০৯৩১-৬২৪৩৭ বর্তমান বন সংরক্ষকের সেল ফোন নং- ০১৭১২-৯৮৪৫০০। গজনী অবকাস ঝিনাইগাতি উপজেলায় পাহাড়ের পাদদেশে বনের ভেতর জেলা প্রশাসন, শেরপুরের তত্বাবধানে তৈরী ও ব্যবস্থাপনায় পরিচালিত হয় গজনী অবকাস কেন্দ্রটি।

এটিও খুব সুন্দর একটি পিকনিক স্পট। এখানেও আছে পর্যবেক্ষণ টাওয়ার। পাহাড় এবং সমতলের বিস্তার দেখার সুবর্ণ সুযোগ। সুন্দর একটি কৃত্রিম লেক ( বর্তমানে পুন:নির্মানাধীন), ঝুলন্ত ব্রিজ, নৌকা চড়ার সুবিধা আছে। গজনীতে যাবার পথে বনের ভেতর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাবার বাড়তি সুযোগও আছে।

ঢাকা থেকে যাবার পথে বিস্তৃত সবুজ মাঠের নয়নশোভন বিস্তারতো রইলোই। যোগাযোগ: এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেরপুর; ফোন নং- ০৯৩১-৬১৫১৩। বর্তমান এনডিসির সেল ফোন নং- ০১৭১১-৯৮০১৬৪।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।