আমাদের কথা খুঁজে নিন

   

ছড়ানো ছড়ার গল্প

ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।

কাউকে দেখে যদি ভাললেগে যায় স্বাভাবিক ভাবে তার মুখে শোনা যায়- ভাললাগা কেড়ে নিলে তোমার বাস ‘মেরে দিলে’ আপন কর তোমার মতো মুখ করোনা বোমার মতো! ভাললাগায় সাড়া দিয়ে ভালবাসা হলে শুনুন তবে কেমন করে প্রেমের কথা বলে- জন্ম বুঝি তোমার জন্য প্রেমের সাড়ায় করলে ধন্য তুমি প্রান তুমি সব তুমি সুখের কলরব! সামান্য কষ্ট তখন ভিড়তে পারে না প্রেমিক মন কষ্টের কাছে হারে না- সুখ পেতে কষ্ট আসে আমি সুখি সে আভাসে কষ্ট আসুক তাতে কি পারবে আমার সাথে কি! একটু করে ব্যবধান সুখের সাথে লড়ে ভিন্ন রকম ভাবতে গিয়ে ভাবনাতে পড়ে- কোথায় তুমি কোথায় তুমি কি ভাবতে কোথায় নামি! ভাবনা আমার কুল পায় না শত ভেবেও ভুল পায় না! ভালবাসার মানুষের সাথে মিল ছুটে গেলে সেই কথা ছড়াকারে এমনি লিখে ফেলে- নদীর ভাঙ্গে চর যেমন আরো কুলের ঘর তেমন। আমার ছোটে মিল তাই ভাঙ্গে কোমল দিলটাই!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।