আমাদের কথা খুঁজে নিন

   

সময়সূচী



আজ ব্রাজিল বনাম ইংল্যান্ডের খেলার সময়সূচী বের করতে গিয়ে বেশ ঝামেলায় পড়লাম। মোবাইলের লাইভ স্কোরে দেখি সময় ১৮:০০। কিন্তু তা বাংলাদেশের কয়টা তা জানতে অনেক সমস্যা পোহাতে হলো। পাঠকদের সুবিধার্থে নীচে কিছু লিংক দিলাম। ১।

ক্লিক প্লিজ এখানে একটা travel calculator আছে যেখানে দুটি দেশের বা শহরের নাম দিলে সময়ের পার্থক্য জানা যাবে। এই travel calculator থেকে flight distance, flight time ইত্যাদি আরো অনেক কিছু জানা যাবে। ২। ক্লিক প্লিজ এখানে বিভিন্ন দেশের সময়সূচী GMT সাপেক্ষে দেয়া আছে। তবে অবাক হলাম এটা দেখে যে বাংলাদেশের সময় GMT সাপেক্ষে এগিয়েছে তা পরিবর্তন না করায়! ডে লাইট সেভিং করে এমন দেশগুলোর সময় দেখতে গিয়ে একটা মজার তথ্য দেখলাম।

ডে লাইট সেভিং শুরু এবং শেষ করার তথ্য সব দেশের থাকলেও বাংলাদেশের কবে যে শেষ হবে সেই তারিখ নেই! সেখানে ??? দেয়া আছে। click here

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।