আমাদের কথা খুঁজে নিন

   

আইন , আদালত, বিচার!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

ব্লগে আইন ,আদালত, বিচার এসব নিয়ে বেশ ভাল লেখালেখি হয়। আমার খুব ভাল লাগে এসব জানতে, পড়তে বা নিউজ গুলো সম্পকে` আপডেট জানতে। যদি আদালতের নাম সহ লেখালেখি হয় তাহলে হয়ত আরও ভাল হবে- আমি এক নজরে বাংলাদেশের আদালত গুলোর নাম লিখে দিচ্ছি, কেও ইচ্ছে করলে দেখে নিতে পারেন- বাংলাদেশের আদালত সমুহু: দেওয়ানী- এপিলেট ডিবিশান, হাই কোট` ডিবিশান, ডিসট্রিক্ট জাজ, এডিশনাল ডিসট্রিক্ট জাজ, জয়েন্ট ডিসট্রিক জাজ, সিনিয়র এসিসটেন্ট জাজ, এসিটেন্ট জাজ ফৌজদারী- এপিলেট ডিবিশান, হাই কোট` ডিবিশান, সেশান জাজ, এডিশনাল সেশান জাজ, জয়েন্ট সেশান জাজ জয়েন্ট সেশান জাজ কে ২ ভাগ করা হয়েছে ১। সি এম এম কোট`, এ সি এম এম , মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থাড` ক্লাস ম্যাজিস্ট্রেট ২। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফাস্ট` ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং থাড` ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।