আমাদের কথা খুঁজে নিন

   

আমরা হারবো না প্রিয় জন্মভূমি, তোমার মাটিতে বাঁচার অধিকার অর্জন করে তবেই বাঁচবো

দুই পায়ে হাঁটি আর চার চোখে স্বপ্ন দেখি। মানুষের জন্য ভালবাসা, মানুষের জন্য! আজ সকাল (১৭ ফেব্রুয়ারী) থেকে শাহবাগ চত্বরে গান গাচ্ছিলাম আমরা। আমি ভোর ৬টার দিকে যখন মূল মঞ্চের মাঝে গেলাম, তখন দেখলাম আরিফ ভাই গান গাচ্ছেন চমৎকার গলায়! আমি আর রনী ভাই সকালে দুটো গান গাইতেই গীটারের তার ছিড়ে গেল। এই ভোরে আর গীটারের তার পাই কোথায়! রনী ভাই মূহুর্তের মধ্যেই কোথা থেকে যেন তার নিয়ে আসল। তারটা লাগাচ্ছিলাম, আবার ছিড়ে গেল! এদিকে মাইকে স্লোগান চলছে।

স্লোগান দিচ্ছি আর তার বাঁধছি। আবার শুরু হল গান। আমরা সূর্য সারথীরা আন্দোলনের প্রথম দিন থেকেই গাইছি। আমাদের গান "জেগে উঠো, জেগে উঠি সবাই", এই পথ ছাড়বার নয়, গান আর স্লোগান, শাহবাগ আজ বাংলাদেশের হৃদয় এবং ৭১এর জাগরনী গান গুলো গাইলাম। আমাদের সাথে গাইলো মূল মঞ্চের সব মানুষ।

সকাল দশটার আগে আমি যখন জাতীয় পতাকা উত্তোলনের জন্য অন্য কয়েকজনের সাথে কাজ করছিলাম, রনি ভাই তখন ছায়ানটের শিল্পীদের সাথে সুর বেঁধে নিচ্ছিলো "আমার সোনার বাংলা"। এরপর সবাই মিলে গাইলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। একসাথে গাইলো সারা বাংলাদেশ। জাগরনী মঞ্চে আগেও গান গেয়েছি, কিন্তু আজ আমার গানের জীবন সার্থক হল। আমি যদি জীবনে আর কোন গান নাও গাইতে পারি "কোন আফসোস থাকবেনা"।

জাতীয় সংগীত গাইবার সময় বারবার চোখ ভিজে যাচ্ছিলো। এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় গান "আমার সোনায় বাংলা", যেমন প্রিয় জায়গা আমার শহর, যেমন প্রিয় আমার মা, আমার প্রেমিকা। আমার হৃদয়ের সকল ভালবাসা দিয়ে গাইলাম এই পৃথিবীর সবথেকে সুন্দর গানটি। গাওয়ার সময় ঠিকই আমার পাশে ছিল আমার প্রেমিকা, আমার মা, আমার প্রিয় বাংলাদেশ, শহীদ জননী জাহানারা ইমাম, গীটার, আমার আব্বুর দেয়া জাতীয় পতাকা, আমার প্রেমিকার দেওয়া আমার আরেকটি পতাকা, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমার সমস্ত ঘৃনা আর ক্রোধ। আমার বন্ধুদের অনেকেই তখন শাহবাগে ছিলেন না, কিন্তু আমি জানি তারা এই পৃথিবীর যেখানেই থাকুকনা কেন তখন আমার সাথে এই শাহবাগেই ছিল।

বাংলা মা, তোমাকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেকঅনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেকঅনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক............অনেক অনেক বেশী ভালবাসি। তোমার বিরুদ্ধতাকারীদের প্রতি আমাদের চির ধিক্কার, তীব্র ঘৃনা থাকবে সবসময়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হতেই হবে, হবেই হবে। ভাই হত্যার প্রতিশোধ নেবই নেব, নাহলে আমাদের বাঁচা হবে কলঙ্কময়। বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার যে দৃপ্ত দৃঢ় শপথ আমরা নিয়েছি তা পালন করেই বাঁচব, নাহলে মৃত্যু চাইবো নিজের।

কারন আমরা যদি আমাদের প্রিয় জননী জন্মভূমিকে শত্রুমুক্ত না করতে পারি, তাহলে আমার মা বোন পিতা তাদের প্রতিটি নিশ্বাসের সাথে নিবে কলঙ্কের বিষ, আমার ভবিষ্যৎ প্রজন্ম আমাকে প্রশ্নবিদ্ধ করবে আমার যৌবন-দৃপ্ততা নিয়ে, আমার দেশের মহান মুক্তিযোদ্ধারা, বীর শহীদেরা হয়তো আমাকে ক্ষমা করে দিবেন জানি, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবোনা কোনদিন। আমি এই আন্দোলনের সাধারন একজন কর্মী, লাখো জনতার একজন। আমার কন্ঠস্বর আজ শুধু আমার একার নয়, এই বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী মানুষের কন্ঠ আজ আমার সাথে মিলেছে, সবার শক্তি এক করে আমি দৃঢ় কন্ঠে বলিঃ আমি সুদিন এনে দিতে চাই বাংলার প্রতিটি মানুষের জন্য, আমি আমার সাপাখি'র জন্য একটি সুন্দর-পরিচ্ছন্ন দেশ গড়তে চাই, কলঙ্ক মুক্ত স্বদেশ দেখাতে চাই আমার সন্তান কল্প নীল কে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।