আমাদের কথা খুঁজে নিন

   

আজকে আমগো `এম পি; সাবের জন্মদিন !

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

আমগো এম পি সাবরে চিনলেন না, আরে না না পার্লামেন্টের মেম্বার না, এম পি মিনস্-সোজাম্মেল প্রধান, সে কিন্তু মেল ,ফিমেল কিনবা শিমেল কিছুই না সে হইলো গিয়া মোজাম`মেল,. আরো একটু সহজ কইরা দেই ঐ যে আড্ডাবাজ ব্লগার, যে কয়দিন আগে বলদা গার্ডেনে ব্রাপক এক আড্ডা বসাইলো, জানেন তো জম্মেশ এক আড্ডা হইছিলো, সেই আড্ডাবাজ ব্লগার আমাদের প্রিয় মোজাম্মেল প্রধান এর জন্মদিন আজ । আজ থেকে সম্ভবত ২৭ কিনবা ২৮ বছর আগে এই দিনের কোন এক সময়ে উনি হুট করেই এই দুনিয়ার মইধ্যে ঢুইকা পরছিলেন, এরপর কি করবো না করবো এই নিয়া বিস্তর চিন্তা ভাবনা করতে করতে লম্বা একটা সময় পার কইরা দিছে, যদিও তার করার মতো অনেক কিছুই ছিলো কিন্তু উনি বহুত গবেষনা কইরা দেখলেন যে আমগো বাংলা সাহিত্যে আমগো মতো পাঠকদের খাওয়ানোর মতো কিছু রস উনি দিতে পারেন, ব্যাস, যেই ভাবা সেই কাজ, প্রথমেই তিনি এক রোমারন্টিক উপন্যাস ভালোবাসার মিষ্টি ছোয়া যা পাঠকরা ব্যাপক আগ্রহে লুফে নিলো. এরপরে ক্রমন্নয়ে আসলো চোখে চোখে ভালোবাসা নিষিদ্ধ দিনের গল্প পাঠকরা মানে আমরা তাকে যখন খুব সফল একজন উপন্যাসিক কিনবা গল্পকার হিসেবে নিলাম তখন তিনি তাক লাগিয়ে দিলেন তার ছড়া দিয়ে আমরা তাকে নতুন ভাবে চিনলাম , বাংলাদেশের সেরা দশ ছড়াকারের একজন হিসেবে. এ খ্যাতি তাকে এনে দিলো তার পারা এক ডিম ! আমি ছড়ার ডিম এর কথা বলছি, ২০০৭ এর বইমেলায় প্রকাশিত হওয়া ছড়া গ্রন্ত এটা, এর দ্বিতীয় সংস্করন বের হয় ২০০৮ এ । সদা হাসি খুশি এই মানুষটার অবয়ব এতটা তৃপ্ত যা ভাবা যায়না যদিও আমরা তার যথাযথ মুল্যায়ন করতে পারিনা, আমি কোন এ বিসম্ত সুত্রে জানতে পেরেছি যে এই মাসটা মোজাম্মের প্রধান এর জন্য বিশেষ আনন্দের মাস কারন তিনটা. এক আজ ১১ই নভেম্বর তার জন্মদিন, দুই ........... ? তিন ২৮/২৯ নভেম্বর ঈদুল আজহা এটা সবার জন্যই, তবু তারটা বিশেষ ভাবে উদযাপিত হবে) দুঃখিত দুই নাম্বারটা আমি তার অনুমতি ছাড়া বলতে পারছিনা, তবে আপনারা খুব তারাতারি হয়তো জানবেন, সে যাই হোক আজ তার জন্মদিন , আমরা চাই আমাদের এম পি সাব দির্ঘায়ু জীবন লাভ করুক আহেন সব্বাই মিল্লা কই - হ্যাপি বার্থ ডে টু এম পি.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.