আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ইতিহাস বিষয়ক কয়েকটি জিজ্ঞাসার জবাব জানতে ইচ্ছুক; ইতিহাসবিদগণ প্লিজ হেল্‌প করুন

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

১। সম্রাট আকবরের সাম্রাজ্যের সীমারেখা জানতে চাই।

অর্থাৎ বর্তমান কালের এবং সেই সময়ের কোন্‌ কোন্‌ রাজ্য/রাষ্ট্র/প্রদেশ আকবরের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? ২। সম্রাট আকবরের আমলে বর্তমান বাংলাদেশের সীমারেখা কী ছিল? অর্থাৎ কোন্‌ কোন্‌ অঞ্চল নিয়ে বাংলাদেশ/বঙ্গদেশ গঠিত ছিল? ৩। বঙ্গভঙ্গের ফলে কোন্‌ কোন্‌ দেশ/প্রদেশ/অঙ্গরাজ্যের সৃষ্টি হয়? অর্থাৎ, পূর্ববঙ্গ ও পশ্চিম বঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গরাজ্যের উত্পত্তি হয়েছিল কিনা। ৪। পলাশীর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলার ক্ষমতা ইংরেজদের হাতে চলে যেতে থাকে।

ঐ সময় মোগল সম্রাট কে ছিলেন? বাংলার পর ভারতবর্ষের কোন্‌ দেশ/প্রদেশ/রাজ্য ইংরেজদের হাতে চলে যায়? কত সনের মধ্যে ইংরেজগণ মোগল সাম্রাজ্য তাদের করায়ত্ত করে নেয়? ৫। মোগল আমলে ভারতবর্ষ বলতে কোন্‌ অঞ্চলকে বোঝানো হয়? বাংলার ইতিহাস খুব সংক্ষিপ্তভাবে সন অনুযায়ী জানতে চাই। উপরের উত্তরগুলো কেউ জানালে কৃতজ্ঞ থাকবো। কেন এই প্রশ্ন? মহৎ কোনো উদ্দেশ্য নেই, আদার দ্যান 'জ্ঞানতৃষ্ণা' নিবারণ করা ৬/৬/২০০০ তারিখে নীলক্ষেত থেকে কেনা আমার ব্যক্তিগত লাইব্রেরির সবচেয়ে বেশি 'নাড়িত' এই বইটা খুব বেশি পঠিত হয় নি। এটা পড়তে গেলে ঘুম আসে, স্বপ্নে দেখি এই বইটা 'ষাঁড়' হয়ে গুঁতোতে আসছে অথচ বইটা খুব মূল্যবান।

কে. এম. রাইছউদ্দিন খান প্রণীত 'বাংলাদেশ ইতিহাস পরিক্রমা'। শেকড় খোঁড়ার শখ যে কিছু নেই, তাও না। কিন্তু খুঁড়তে গেলে আর এগোতে পারি না, তাই সংক্ষিপ্তাকারে জানতে চাইছিলাম। কষ্ট হলো : ভেজাল খেতে খেতে আমাদের মনটা এখন আর কেউই সরল রাখতে পারি না মনে হয়। তাই অতি সরল কিছু জিজ্ঞাসার মধ্যেও মানুষ পাপ খোঁজেন।

এই পোস্টে মাইনাস পাবার কোনো কারণ পেলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.