আমাদের কথা খুঁজে নিন

   

ইউ ক্যান হিয়ার দ্য হুইসেল ব্লো আ হানড্রেড মাইলস..



এটা হেডি ওয়েষ্টের অসাধারণ একটা লিরিক যতবার গানটা শুনি মনটা অস্থির হয়। রেল লাইন আর ট্রেনের প্রতি একটা অন্যরকম টান আমার সেই ছোট বেলা থেকেই। রেল লাইন দেখলেই মনে হয় দুরে কোথাও চলে যাই ট্রেনে করে। ..তখন আমরা মফস্বলে থাকতাম। ঢাকায় সপরিবারে চলে আসার আগে আগে -১৯৮৫ সাল-টাল হবে.. মা-বাবার সাথে ফুফুর বাড়ীর থেকে ফিরছিলাম ।

কনকনে শীতের রাতে আমরা আলতাফনগর ষ্টেশনে বসে আছি। চারপাশে অন্ধকার। আমাদের মতো আরো কিছু লোক বসে আছে লোকাল ট্রেনের জন্য। আমি মা'র আঙ্গুল ধরে দাঁড়িয়ে ছিলাম প্লাটফর্মে। দুরের অন্ধকার আকাশ আলো করে অনেকক্ষণ পর পর ট্রেনের বাতি দেখা যাচ্ছিল।

আমরা আশায় আশায় থাকছিলাম এইবার ট্রেনে উঠবো বলে। কিন্তু কাছে আসলে দেখা যেত ওটা মেইল ট্রেন -- চারপাশ কাঁপিয়ে হুইসেল দিতে দিতে চলে যাচ্ছিল। মা-র মুখে দুশ্চিন্তার ছাপ দেখেছি। বাবা নির্বিকার ছিলেন। আমার কেন জানি খুব খারাপ লাগছিল না।

আমার ট্রেনরোগ সেই ছোটবেলা থেকেই.. আমার বাবা মাকে এক সাথে দেখিনা প্রায় ২১ বছর হতে চলল। আগামী ১০০ বছর, কি হাজার বছর, কখনোই দেখবো না। ছোটবেলার এই স্মৃতিগুলো আমার কাছে হীরার চেয়েও দামী। আমি আমার বুক দিয়ে আগলে রাখবো এই স্মৃতিগুলো্কে। যতদিন নিঃশ্বাস নেব।

------------------------------------------------------ (গানটা শুনে মন খারাপ হলো তাই বকবক করলাম। মাইনাস দিয়ে যান, অসুবিধা নাই। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।