আমাদের কথা খুঁজে নিন

   

(এই লেখাটার শিরোনাম কি দেয়া যায়?) ব্লগে বসেই বাকিটা লিখলাম।

Khan IT Source

খোপা খুলে বিছানায় এলানো শরীর সন্ধ্যার ঢেউ বুকে নিয়ে আঁচলে ঢাকা নিশ্বাষ, ফুটে ওঠে রক্তকরবী আর কালো নীল চাদরে ভোর জেগে থাকা। কালের গরিষ্ঠ গর্জিত আহাম্মকের দল কালস্রোতে নতজানু হয়ে উষ্ন পাঁচিল বেয়ে ঊর্ধ্ববাহু হয়ে বিভক্ত সোনালিস্রোতের প্রান তৃষ্ণায় সরল হাঁটু ভাজ করে থাকে তুমি ভুলে যাও অহমিকা, রক্ত ফোঁটা জমে। ক্ষাত্রশব্দের আতংক সম্ভাষন শৃঙ্খলে একটা বাঙলা ভেঙে দুটি হয়ে যায় আবদ্ধ থাকে দেশ অসহায় তাদের লোভাতুর পীশাচ মাংশপিন্ডের দংশনে, সত্য বলার মতো নারীর বুকের স্তন পঁচন ধরে। কেউ জানতে পারেনা এলিয়ে পরা শরীরের কথা ভূ-খন্ডে কতটুকু জমে থাকা মাটির ওজন, শূণ্য বৃত্তের মাঝে বৃথাই একটা ছকে যোনীর ছিদ্র খোঁজে যত্বসব ভাবুক স্বজন, চুল গুলো সরে পরে, বুকের চাপ প্রখর নিশ্বাষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।