আমাদের কথা খুঁজে নিন

   

সর্ব সাধারণের জন্য মসজিদের দরজা খুলে দিয়েছেন সুইজারল্যান্ডের মুসলমানরা



সুইজারল্যান্ডের মুসলমানরা দেশটির সকল ধর্মের অনুসারীদের পরিদর্শনের জন্য মসজিদের দরজা খুলে দিয়েছেন। সেদেশের মসজিদে মিনার থাকবে কি থাকবে না সে সম্পর্কে ভোটাভুটির ৩ সপ্তাহ আগে মুসলমানরা এ পদক্ষেপ নিয়েছেন। সুইজারল্যান্ডের পার্লামেন্টের সর্ববৃহৎ দল- সুইস পিপলস পার্টি ঐ ভোটাভুটির উদ্যোগ নিয়েছে। দলটির দাবি মসজিদের মিনারগুলি মুসলমানদের রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে কাজ করছে। সুইজারল্যান্ডে ৪ লাখেরও বেশী মুসলমান রয়েছেন এবং তাদের প্রায় ২০০টি মসজিদ রয়েছে। তবে এগুলোর মধ্যে মাত্র ৪টিতে মিনার রয়েছে। জনমত জরীপে দেখা গেছে, আসন্ন ভোটাভুটিতে মিনার নির্মানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সেদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। মুসলিম নেতারা বলছেন, সর্বসাধারণ যেন মসজিদে প্রবেশ করে মুসলমানদের ধর্মপালন এবং মসজিদের তৎপরতা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে সেজন্য তারা এগুলোর দরজা খুলে দিয়েছেন। এতে করে মুসলমানদের ব্যাপারে অহেতুক সংশয় ও সন্দেহ দূর হবে বলে তারা মনে করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.