আমাদের কথা খুঁজে নিন

   

গিরগিটি ও সর্ব রোগের মহৌষধ একটি তৈল...!!!!!!


ঈদের দুদিন পর। মোটামুটি নীরব চট্টগ্রাম শহর। একটা ক্যাসেট (বাচ্চুর প্রথম অডিও ক্যাসেট- রক্তগোলাপ) কিনতে যেতে হয়েছিল- লালদীঘির পাড়ে -জহুর হকার মার্কেট (বা টাল কোম্পানীর বাজার নামেই পরিচিত) এর ওদিকটায়। মুড়ির টিন থেকে নেমে পথের পাশেই চোখে পড়লো এই ক্যানভাসারকে। ছবি:১-২ ক্যানভাসারের সেটআপ গিরগিটি ( বা রক্তচোষা) নামে পরিচিত এই প্রাণীগুলি যতটা জানি খুব নিরীহ। ক্যানভাসারের কথা অনুসারে এদের চর্বির সাথে নানা মশলা মিশিয়ে তৈরী করা হচ্ছে সর্বকর্ম উপযোগী ধ্বন্বস্তরী তেল!!!! ছবি:৩ তেল বের করা হচ্ছে চামড়া থেকে পুরা প্রক্রিয়াটাতেই মারা পরছে বিলুপ্তের পথের নিরীহ প্রাণীগুলি। লোকজনও দেখলাম আগ্রহের সাথেই হাঁটু ব্যাথা, কান ব্যাথা ও বিশেষ মালিশের জন্য সংগ্রহ করলো! বেঘোরে, অকারণে মারা পরে -এভাবেই হয়তো বিলুপ্ত হয়ে পড়বে এই ধরণের গিরগিটিরা। ছবি: ৪ নিরীহ গিরগিটির বন্দিদশা ৪ জন কে ১০০ টাকা করে ছোট শিশি বিক্রি করে সে শুরু করলো ব্যবহার বিধি। হাটু, কান আর কোমড় শেষ করে যখন বিবাহিত ও অবিবাহিতদের জন্য ভিন্ন প্রয়োগবিধির বর্ণনা শুরু করছিলো, আমি তখন ছবি তোলা শেষ করে উদাসিন মুখ করে ক্যাসেটের দোকানের দিকে হাঁটা দিলাম। (মোবাইলে আড়াল করে তোলার কারণে ছবিগুলি একটু ঝাপসা হয়ে গেছে )
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।