আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকে বিক্ষুব্ধ জনতার তালা

||__এই ভুবনে কেউ কারো আপন না । সবাই নিজের সত্বা টিকিয়ে রাখতে আপন সার্থের পিছনে হন্য হয়ে ঘুরে । পর ভেবে চললে কষ্ট পাবার ভয় ও থাকে না__|| ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখায় তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ‘ব্যাংক বন্ধ’ মর্মে ব্যাংকের ফটকের বাইরে একটি ব্যানারও ঝুলিয়ে দেন তাঁরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে ইসলামী ব্যাংকের ওই শাখায় যান।

এরপর তাঁরা ব্যাংকের ফটকে তালা লাগান এবং ‘ব্যাংক বন্ধ’ মর্মে একটি ব্যানার ঝুলিয়ে দেন। রাত আটটার দিকে পুলিশ গিয়ে তালা ভেঙে ব্যাংকের ভেতর থেকে কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করে। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান জানান, আজ সন্ধ্যার দিকে একদল মানুষ তাঁদের ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। পরে ব্যাংক বন্ধ মর্মে একটি ব্যানার টানিয়ে তারা স্লোগান দিতে দিতে চলে যান। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলো ডটকমকে বলেন, তালা ভেঙে ব্যাংকের ভেতর থেকে তাঁরা ১৪-১৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে উদ্ধার করেছেন।

কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সূত্র - প্রথম আলো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.