আমাদের কথা খুঁজে নিন

   

''রাজাকার বান্দর''

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি। ফুয়াদ featuring কুবের - ''রাজাকার বান্দর'' [{ এই গানের লিরিকের ঘটনা সম্পুর্ন কাল্পনিক। যদি কারো সাথে মিলে যায় তাহলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র। এর জন্য মিলা আফামুনি দায়ী }] রাজাকার বান্দর ♪♫ ডিকি ডিকি বাম বাম বাম বাম ডিকি ডিকি বাম বাম বাম বাম ♪♫ দেখো ডানে বামে ঘুরে ঘুরে শিবির মিটিং করে যদিও নেই কোন তালে আজকে হরদম হবে রগ-কাটাকাটি নেই আজ কোন শান্তি যদিও সবাই শহীদ হবে ♪♫ ছাত্রশিবির জানেনা ইসলামী ছাত্রীসংঘের ঠিকানা হঠাৎ তারা চেনা সুর গেয়ে উঠে ম্যাএএএএএএএএ............ ♪♫ I am a ডিসকো রাজাকার প্যাপ প্যা প্যাপ প্যাপ প্যাপ I am a রাজাকার বান্দর ♪♫ ইতিমধ্যে মিটিং টেবিলে কে যেনো আস্তে করে চামে দিয়া বামে ঠেলা দেয় ♪♫ সরি বইন আমি দেখিনাই তুমি যে ছাত্রীসংঘ তা বুঝি নাই সরি বইন আমি দেখিনাই মারামারির দরকার নাই ♪♫ ডিকি ডিকি বাম বাম বাম ডিকি ডিকি বাম বাম বাম ♪♫ তারপরে তফাতে গিয়ে বইন আমারে চামে দিয়া চোখ টিপি দেয় প্যাপ প্যা প্যাপ প্যাপ প্যাপ ♪♫ তোমার চেহারাটা জোশ আমার মেশিনটও সুন্দর তাই আমরা হলাম আজকে রাজাকার বান্দর ♪♫ I am a নব্য রাজাকার ছাগুর পিছে নাচে আনসার I am a রাজাকার বান্দর বিড়ি খেলে ক্যান্সার I am a নব্য রাজাকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.